প্রভাসের সিনেমার ডিজিটাল স্বত্ব : দামাদামিতে কে পাচ্ছে অ্যামাজন প্রাইম না নেটফ্লিক্স?

Looks like you've blocked notifications!

আগামী ৯ মে ‘কল্কি ২৮৯৮ এডি’ শিরোনামে নতুন একটি সিনেমা মুক্তি পাচ্ছে প্রভাসের। নাগ অশ্বিন পরিচালিত যেই সিনেমায় প্রভাস ছাড়াও আরো রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাডুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।

‘সালার’ সিনেমার পর ৬০০ কোটি রুপি বাজেটের এই  ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়েও দর্শকদের মনে কৌতুহলের পারদ এখন তুঙ্গে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, মুক্তির আগেই সিনেমাটির ডিজিটাল স্বত্ব বিক্রি নিয়ে চলছে দরদাম। ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার ডিজিটাল স্বত্ব কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ওটিটি স্বত্বর জন্য নির্মাতা ২০০ কোটি রুপি দাবি করলেও অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স যথাক্রমে ১৫০ কোটি, ১৭০ কোটি রুপিতে কেনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু নির্মাতারা ২০০ কোটির কম মূল্যে বিক্রি করবেন না বলে জানা যাচ্ছে।

সিনেমাটিতে পৌরাণিক চরিত্র ‘কল্কি’র ভূমিকায় দেখা যাবে প্রভাসকে, আর দীপিকা আসতে চলেছেন ‘পদ্মা’র ভূমিকায়। অমিতাভ বচ্চনকে ‘অশ্বত্থামা’র মতো দাপুটে চরিত্রে দেখা যাবে। এছাড়াও বিশেষ চরিত্রে কমল হাসানকে দেখা যাবে বলে জানা গেছে।

৬০০ কোটি রুপি বাজেটের আসন্ন এই সিনেমাটিতে ভিএফএক্সের চোখধাঁধানো কাজ দেখা যাবে। যা ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দামি সিনেমাগুলোর মধ্যে একটি হতে চলেছে এটি।

ব্লকবাস্টার হিট সিনেমা ‘বাহুবলী’র পর আর কোন সিনেমাতে চমক দেখাতে পারেননি সুপারস্টার প্রভাস। তবে ‘সালার’ দিয়ে ক্ষত কিছুটা প্রশমন হয়েছে তার।