হোলি উৎসব
কেমন হলো প্রিয়াঙ্কা-নিকের প্রথম হোলি উৎসব?
ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের ঘর আলো করেছে একমাত্র মেয়ে ছোট্ট মালতী। বিয়ের পর এবারই প্রথম একসঙ্গে ভারতে হোলি উৎসব করলেন প্রিয়াঙ্কা-নিক। সঙ্গে ছিল ছোট্ট মালতীও।
তারকা এ দম্পতির হোলি উৎসবের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ছাড়া মঙ্গলবার ভারতের নয়ডায় হোলি পার্টির একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।
এতে দেখা গেছে, হোলির দিন সাদা পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা, নিক ও মালতী। প্রিয়াঙ্কা পরেছিলেন সাদা সালোয়ার, নিকের পরনে কুর্তা-পাজামা, ছোট্ট মালতী পরেছেন টপ-প্যান্ট। পরিবারের সঙ্গে এ বছর নয়ডায় হোলি সেলিব্রেট করেছেন তারকা দম্পতি।
ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ফাটিয়ে হোলি। আমাদের পরিবারের জন্য এমন উষ্ণ পরিবেশ তৈরি করার জন্য তোমাদেরকে ধন্যবাদ! দারুণ মজা করেছি’।
ঘনিষ্ঠ বন্ধু ও তার পরিবারের সঙ্গে হোলি খেলেছেন প্রিয়াঙ্কারা। নিকের সঙ্গেও রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন। প্রিয়াঙ্কার পোস্টে এক নেটিজেনের মন্তব্য, ‘সেরা দম্পতি এবং সুখী পরিবার।’
গত সপ্তাহে ভারতে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বেশ লম্বা একটা সময় পর ভারতে ফিরেছেন এ অভিনেত্রী।