কলকাতায় স্থায়ী হচ্ছেন পরী, কিনছেন বাড়ি

Looks like you've blocked notifications!
চলচ্চিত্র অভিনেত্রী পরী মণি। ফাইল ছবি : এনটিভি

ঢাকার জয়া আহসান এখন টলিউডে স্থায়ী হয়েছেন কাজের সূত্রে। আর বিয়ের সূত্রে কলকাতাবাসী হয়েছিলেন রাফিয়াত রশিদ মিথিলা, যদিও এখন তিনি থাকছেন ঢাকাতেই। এবার প্রথম সিনেমার শুট শুরু করেই কলকাতায় স্থায়ী হওয়ার ছক আঁকছেন ঢাকার নায়িকা পরী মণি। 

কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পরীর কাছে জানতে চায়, কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা রয়েছে কিনা?

পরীমণি বলেন, ‘হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এটা। কলকাতায় যেভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে রয়েছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছে, ছ’মাস দেশে কাজ করবো, ছ’মাস কলকাতায় থাকবো। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!’

কিছু দিন আগেই ‘ফেলু বক্সী’ নামের সিনেমার ঘোষণা দিয়েছেন পরী। যেটা নির্মাণ করছেন দেবরাজ সিনহা। সিনেমাতে তাঁর সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকা। 

গত বছর আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ‘বছরের বেস্ট’ সম্মাননা পেয়েছিলেন পরী মণি। জানালেন, এরপর থেকেই কলকাতায় কাজের প্রস্তাব আসতে শুরু করেছে তার কাছে। এই মুহূর্তেও বেশ কিছু প্রস্তাব রয়েছে।