মস্কো জয়ী ‘আদিম’ এবার ওটিটিতে

Looks like you've blocked notifications!
সিনেমাটির দৃশ্য। ছবি : সংগৃহীত

রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার জয়ী বাংলাদেশের সিনেমা ‘আদিম’ এবার মুক্তি পাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে। আগামী মে মাসের ২ তারিখে সিনেমাটি চরকিতে দেখতে পাবেন দর্শকেরা। 

এ প্রসঙ্গে ‘আদিম’ সিনেমার পরিচালক যুবরাজ শামীম জানান, সিনেমা দেখার জন্য প্রচুর দর্শক অপেক্ষা করছেন। আগামী মাসে সেসব দর্শকের কাছে সিনেমাটি পৌঁছাবে, এই ভেবে তিনি খুশি। চরকির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন শামীম। কারণ, বিকল্প ধারার বা ইনডিপেনডেন্ট সিনেমার প্রচার নিয়ে অনেক সময় পরিচালকদের বিপাকে পড়তে হয়। তিনি বলেন, ‘“আদিম”–এর এখন একটা জায়গা হলো। চরকির মতো একটা প্ল্যাটফর্মে সিনেমা থাকবে, এটা আমাদের জন্য ভালো লাগার। বিশ্বের যেকোনো দেশের দর্শক এখন সিনেমাটি দেখার সুযোগ পাবেন। একজন পরিচালক হিসেবে চরকি আমাকে এই সুযোগ দিয়েছে। এর মধ্য দিয়ে বড় সংখ্যায় দর্শকদের আমরা ধরতে পারব। এটা আমাকে আস্থা ও সম্ভাবনার জায়গায় নিয়ে গিয়েছে।’

গণঅর্থায়নে নির্মিত ছবিটি নিয়ে যুবরাজ আরও বলেন, ‘আদিম’ নির্মাণ শুরু থেকে রিলিজ পর্যন্ত আমার পাশে ছিলেন সাধারণ মানুষ। শুধু অর্থ দিয়ে নয়, সাহস দিয়েও পাশে ছিলেন তারা। পুরোপুরি মানুষের সহায়তায় একটা সিনেমা হয়ে গেলো, এটা ভাবলে আশ্চর্য লাগে।  

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।