সোহিনীর বিয়ে ১৫ জুলাই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/27/sohini_sarkar.jpg)
বিয়ের পিঁড়িতে বসছেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। পাত্র গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৫ জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার একটি খামারবাড়িতে সমস্ত জল্পনার অবসান শেষে চার হাত এক হচ্ছে তাঁদের। আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এদিন আইনি বিয়ে সারবেন শোভন-সোহিনী। বিয়ের আগের দিন বন্ধুবান্ধবদের সঙ্গে পুল পার্টি করবেন তাঁরা। বিয়ের দুই দিন পর ১৭ জুলাই শোভনের বাড়িতে হবে ঘরোয়া বউভাত।
মাসখানেক আগে শোভন ও সোহিনী একসঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো ভ্রমণ করেছেন। সেখানে আংটি বদলও করেন তাঁরা। এবার একসঙ্গে সংসার পাতার পালা।
শোভন ও সোহিনী দুজনেই এর আগে ছিলেন অন্য সম্পর্কে। রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন সোহিনী। অন্যদিকে শোভনের সঙ্গে প্রেম ছিল গায়িকা ইমন চক্রবর্তীর। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোভনের জীবনে আসেন স্বস্তিকা দত্ত।
গত বছর যিশু সেনগুপ্তর আয়োজনে রবীন্দ্রজয়ন্তীতে আলাপ হয় সোহিনী-শোভনের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে।
সোহিনী সরকার সম্প্রতি বাংলাদেশের চরকির ‘লহু’ শিরোনামে একটি সিরিজে কাজ করছেন। রাহুল মুখার্জির সিরিজটিতে সোহিনীর নায়ক আরিফিন শুভ।