স্বাধীন বাংলাদেশে জন্ম নিলো আমার মেয়ে আন্দোলন: নাবিলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/07/nadia.jpg)
ছবি : ফেসবুক থেকে নেওয়া
শিক্ষার্থীদের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার এই পতনকে বাংলাদেশের নতুন স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শোবিজ অঙ্গনের একাংশ।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/08/07/nadia_1.jpg)
এদিকে বিজয়ের এই দিনে মা হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী নাবিলা ইসলাম। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। গত ৫ আগস্ট সন্তানের জন্ম দিয়েছেন নাবিলা। কন্যার নাম রেখেন আন্দোলন। সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে আন্দোলন।’
শুরু থেকেই যত্ন সহকারে নিজের বিয়ের খবর গোপন রেখেছিলেন নাবিলা। ২০২০ সালে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এবার জানালেন মা হওয়ার খবর।