রিয়াদে ভক্তদের ভিড় দেখে ‘মুগ্ধ’ জেমস
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/24/462558863_1038505381384459_7058539668451876787_n.jpg)
সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের বিপুল জনসমাগমে মুগ্ধ হয়ে গিয়েছেন নগরবাউল জেমস। প্রথমবার সৌদিতে পারফর্ম করলেও তিনি বলেছেন, পরবর্তীতে রেমিট্যান্স যোদ্ধা এবং তাদের বাইরে থেকেও ডাক পেলে বারবার তিনি সৌদি যেতে চান।
কনসার্টে অংশ নেওয়ার পরে জেমস বলেন, ‘আমি প্রথম রিয়াদের মাটিতে পা দিলাম। আশা করিনি যে এত সুন্দর আর এত দর্শক এখানে আছে।’
‘রিয়াদে এসে আমি মুগ্ধ এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না, রিয়াদে আমি বারবার ফিরে আসব। তাদের (প্রবাসী বাংলাদেশি) অনেক ধন্যবাদ, আজকের এই অনুষ্ঠানে আসার জন্য।’
গত শুক্রবার (২২ নভেম্বর) রিয়াদের আল-সুওয়াইদি পার্কে পারফর্ম করেন জেমস। এটি তার প্রথম সৌদি সফর ছিল।
আয়োজকরা বলেন, জেমসের আসার খবরে অনুষ্ঠানের সব টিকিট বিক্রি হয়ে যায়। এমনকি পার্কের বাইরেও বাইরে লক্ষাধিক মানুষ ভীড় করেন।
সৌদি গণমাধ্যম মন্ত্রণালয়, আয়োজক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জেমস বলেন, ‘গ্লোবার হারমনি এতে অংশগ্রহণ করার জন্য আর এই অনুষ্ঠানকে সুন্দর করে উপস্থাপন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’
পরবর্তীতে যদি সুযোগ পান তাহলে আপনি রিয়াদে আসবেন এই প্রশ্ন করা হলে জেমস বলেন, ‘এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। যখনই সুযোগ পাওয়া যাবে চলে আসব।’
সৌদি আরবের গণমাধ্যম মন্ত্রণালয় আয়োজিত এবারের ‘রিয়াদ সিজন’-এ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ মোট ৯টি দেশের শিল্পীরা অংশ নিয়েছেন।