বিচ্ছেদের পরেও তাহসানের সঙ্গে কেমন সম্পর্ক মিথিলার?
যৌথভাবে সম্পর্কে ইতি টেনেছিলেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। তারপর থেকে একাই ছিলেন তাহসান। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। বহুদিন ধরেই তাহসানের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চলছিল। অবশেষে শনিবার সকাল থেকেই সামাজিক পাতায় গায়ে হলুদের একাধিক ছবি ভাইরাল হওয়ায় সেই জল্পনা পরিষ্কার হলো।
২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তাহসান ও মিথিলা। অভিনয় করতে গিয়েই ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। দীর্ঘ ১১ বছর সংসার করার পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তারা। তার ঠিক দু’বছর পরে ২০১৯ সালে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মিথিলা। কিন্তু কন্যা আয়রার জন্য তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন মিথিলা।
২০১৬ সালের পরে আর একসঙ্গে কাজ করেননি মিথিলা-তাহসান। ফের ২০২৪-এর জুন মাসে ‘বাজি’ ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যায় তাদের। তখন ফের তাদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। সেই সময়ে তাহসানের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে কথা বলেছিলেন মিথিলা।
তিনি বলেছিলেন, ‘এত বছর পর কাজ করলাম, লোকে আবার অনেক কথা বলতে শুরু করল। লোকে তো জানেই না আমাদের পারস্পরিক সম্পর্কের কথা। আমরা খুব ভাল আছি। আমাদের যখন বিচ্ছেদ হয় আয়রার এক বছর বয়স। ওকে নিয়ে সব জায়গায় ঘুরেছি। বাড়ির সাহায্য পেয়েছি। তাহসানের কাছে আয়রাকে রেখে বাইরে গিয়েছি। কর্মসূত্রে যখন বাইরে যাচ্ছি, তখনও আমি আয়রাকে সঙ্গে নিয়ে গেলে কাজের জায়গা থেকে ওরা আপত্তি করেনি।’
কলকাতায় শ্বশুরবাড়ি থাকা সত্ত্বেও ঢাকাতেই মেয়েকে নিয়ে থেকেছেন মিথিলা। নিজের কাজ ও মেয়ে আয়রার জন্যই এই সিদ্ধান্ত মিথিলার। অভিনেত্রী বলেছিলেন, ‘‘আফ্রিকায় একটা কথা আছে, ‘একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন’। এটাই সত্যি। আমি বলতে চাইছি বাচ্চা মানুষ করার ক্ষেত্রে ঠাকুরদা-ঠাকুরমা, শাশুড়ি, বন্ধু সকলকে দরকার। আমার ঢাকায় চলে যাওয়ার এটাই মূল কারণ ছিল, মেয়েকে পরিবারের সঙ্গ দেওয়া। দর্শক ভাবছে ২০১৬ সালের পরে ২০২৪-এ মিথিলা আর তাহসানের দেখা হলো। এটা তা নয়, আমাদের তো প্রতিদিন কথা হয়। ব্যাপারটা ওই রকম নয় যে বহু বছর পরে দু’জনের দেখা, পিছনে গান বাজছে।”
কিন্তু বিচ্ছেদের পরে সম্পর্ক রাখা স্বাভাবিক? এই প্রশ্নের উত্তরে মিথিলা বলেছিলেন, ‘সব সম্পর্কে বন্ধুত্ব না-ও থাকতে পারে। কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে আগে। এটাই উচিত। আমি আয়রাকে দেখতে পেলাম না। আমি আর তাহসান লড়াই করলাম, এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান ১৪ বছর একসঙ্গে থেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ শুরু। দু’জন দুজনকে ভাল করে জানি। আয়রা আমাদের দু’জনের কাছে সবচেয়ে আগে।’