‘তাণ্ডব’ এর পূর্বাভাস দিলেন শাকিব

ঝড় নয়, এ যেন শাকিব খানের ‘তাণ্ডব’ নামের ঝাপটা! ঈদ উপলক্ষে মুক্তি পেল সিনেমার প্রথম ঝলক; পরিচালক রায়হান রাফীর ভাষায়, এটা কোনো টিজার নয়, ‘ফোরকাস্ট’!
মাত্র ১ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওতেই আলোচনার চলছে অনলাইনে। শরীরে আগুন নিয়ে হাঁটা শাকিব, মুখে রহস্যময় ‘মাঙ্কি মাস্ক’—সব মিলিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। । জয়া আহসানের উপস্থিতিও রহস্যে মোড়া—অস্ত্র হাতে, তীক্ষ্ণ চোখে যেন এক বিপর্যয়ের পূর্বাভাস তিনিও!
‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
পরিচালক রাফীর দাবি, এবার এমন কিছু করেছি, যা দেশের সিনেমায় আগে কেউ দেখেনি।
সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা। একে একে প্রকাশ পাবে ’তাণ্ডব’ সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফী।