কলকাতার একই সিনেমায় চঞ্চল–ফারিন?
কলকাতায় এক ফ্রেমে দেখা গেল ঢালিউডের দুই পরিচিত মুখ চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিনকে। এই মুহূর্তে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’–এর শুটিং করছেন চঞ্চল চৌধুরী। আর তাসনিয়া এসেছেন অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে বৈঠক করতে।
দু’জনের উপস্থিতি নজর কাড়ে ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। হঠাৎই ঢালিউডের দুই তারকা কলকাতায়?
এমন প্রশ্নে হেসে চঞ্চল কলকাতার আজকাল পত্রিকাকে বললে, ‘আমরা কেউ জানতাম না দু’জনেই কলকাতায় আছি! আমি শুটিং আর টোনিদার সঙ্গে মিটিং করতে এসেছি। ও-ও এসেছে টোনিদার সঙ্গে দেখা করতে। পরে দেখা হয়ে জানি দু’জনেই এখানে।’
একই পরিচালকের সঙ্গে একই সময়ে দুই বাংলাদেশি তারকার বৈঠক— স্বাভাবিকভাবেই নতুন কাজের জল্পনা বাড়ছে। দু’জনের কাছেই প্রশ্ন— তবে কি এবার একসঙ্গে বড় পর্দায়?
চঞ্চল–ফারিনের উত্তর, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। কথা চলছে। আশা করি একসঙ্গে কাজ হবে।’
অনিরুদ্ধ রায় চৌধুরী এর আগে জয়া আহসানকে নিয়ে বানিয়েছেন ‘ডিয়ার মা’। সম্পর্কের গল্পে দক্ষ এই নির্মাতা এবার কি চঞ্চল–ফারিনকে দর্শকদের সামনে একসঙ্গে নিয়ে আসবেন?
দু’জনের নীরব হাসি ও কৌশলী বক্তব্য কিন্তু ইঙ্গিত দিচ্ছে— কিছু একটা পাকাপাকি ঠিক হচ্ছে। আর তাই দুই বাংলার দর্শকের অপেক্ষা— টলিউডের নতুন ছবিতে কি অবশেষে একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিনকে?

বিনোদন ডেস্ক