শীতের আগমনী বার্তা! তাসরিফ খানের হাতে এ কী!
দেশের জনপ্রিয় তরুণ গায়ক ও 'কুঁড়েঘর' ব্যান্ডের প্রধান তাসরিফ খান এখন মাঠ থেকে সোজা সোশ্যাল মিডিয়ার শিরোনামে। গানে-জনকল্যাণে সবসময়ই ভক্তদের কাছাকাছি থাকেন তিনি। তবে এবার তিনি ধরা দিলেন একেবারে গ্রামীণ সাজে।
গতকাল (২৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তাসরিফ লিখেছেন, ‘খেজুরের রস দিয়ে শীতের শুরু হলো আলহামদুলিল্লাহ।’
ছবিতে দেখা যাচ্ছে, হালকা শীতে কুয়াশার আবহে সোনালী ধানের ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছেন এই শিল্পী। পরনে জিন্স ও নেভি ব্লু শার্ট, চোখে চশমা— বরাবরের মতোই হাসিখুশি প্রাণবন্ত। কিন্তু সবচেয়ে নজর কেড়েছে তার হাতে থাকা একটি মাটির হাঁড়ি!
অনুমান করা হচ্ছে, এই হাঁড়ি ভর্তি রয়েছে শীতকালের অন্যতম প্রিয় জিনিস খেজুরের রস। আর সেই হাঁড়ি হাতে নিয়েই যেন শীতকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন শিল্পী।
তার এই পোস্ট দেখে ভক্তদের অনেকেই কমেন্ট বক্সে রস পানের আবদার জানিয়েছেন। কেউ কেউ মজা করে লিখেছেন, ‘ভাই, এই হাঁড়ি নিয়ে কোথায় পালাচ্ছেন?’ আবার কেউ বলেছেন, ‘আপনার কণ্ঠ যেমন মিষ্টি, খেজুরের রসও তেমনই মিষ্টি হোক এই শীতে!’
তবে কি শুধু রস পান করেই থেমে যাবেন তাসরিফ? নাকি এই শীতের আমেজ নিয়ে আসছে তার নতুন কোনো গান? সে উত্তর জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাতত, খেজুরের রসের সঙ্গে তার হাসিমুখের এই ছবি শীতকালীন উষ্ণতার অনুভূতি দিচ্ছে নেটিজেনদের।

বিনোদন ডেস্ক