আরিফিন শুভকে চুমু খাওয়া প্রসঙ্গে ঐশী : এটা অভিনয়ই ছিল, অন্য কিছু নয়
রায়হান রাফী পরিচালিত আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‘নূর’ মুক্তি পাচ্ছে আগামী ১১ ডিসেম্বর। অদ্ভুদ প্রেমের সিনেমাটি গল্পটি প্রেক্ষাগৃহে নয়, সরাসরি আসছে ওটিটিতে—দেখা যাবে বায়োস্কোপ প্লাসে।
তবে সিনেমাটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেএকটি চুমুর দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই অংশকে ঘিরে নানা মত, নানা আলোচনা। দর্শকদের একাংশের ধারণা—প্রচারণার তাগিদেই আগেভাগে দৃশ্যটি ছড়ানো হয়েছে।শুধু তাই নয়, শুভ–ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কানাঘুষা।
শেষ পর্যন্ত এ বিষয়ে মুখ খুললেন ঐশী। দেশের এক গণমাধ্যমে ঐশী এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘নূর' সিনেমায় আমি অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। ওটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এটা শুধু অভিনয়ই ছিল, অন্য কিছু নয়। বাস্তবে আরিফিন শুভর সঙ্গে আমার কোনো ধরনের প্রেমের সম্পর্ক নেই। এখানে চুমুর দৃশ্যের বদলে অন্য যেকোনো কিছুই থাকতে পারত। যেমন নায়ককে ধাক্কা দেওয়া কিংবা চড় মারা। এমন কিছু থাকলে অভিনয়ের অংশ হিসেবে সেটিই আমাকে করতে হতো।
বর্তমানে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’–এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটছে ঐশীর।

বিনোদন ডেস্ক