‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রযোজক মারা গেছেন
ঢালিউডে সালমান শাহ ও মৌসুমীর জুটি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয় তাদের প্রথম সিনেমা দিয়েই। ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ এই জুটির পথচলার নেপথ্যে ছিলেন প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ। সেই মানুষটি আর নেই। সোমবার (২২ ডিসেম্বর) ৭০ বছর বয়সে তিনি মারা গেছেন।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সুকুমার রঞ্জন ঘোষ শুধু প্রযোজক হিসেবেই নয়, বিভিন্ন ক্ষেত্রেও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তিনি মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
‘কেয়ামত থেকে কেয়ামত’-এর পাশাপাশি তার প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’, ‘বিয়ের ফুল’সহ একাধিক সিনেমা ব্যবসাসফল হয়।
চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তার মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পে একটি অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। সংগঠনটি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
জানা গেছে, দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে তিনি পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

বিনোদন ডেস্ক