ঈদুল আজহা উপলক্ষে শ্রদ্ধার বর্ণিল আয়োজন
ত্যাগের মহিমায় আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদ মানেই হাসি-আনন্দ, উৎসবের রঙে নিজেকে রাঙানো। ঈদুল আজহা ঘিরে বেশ আগে থেকেই শুরু হয় ঈদ উদযাপনের সব পরিকল্পনা। নতুন পোশাকের অপেক্ষায় থাকে শিশু-বৃদ্ধ সবাই।
পরিবারের বয়স্কদের জন্য পোশাক কেনার সময় খেয়াল রাখতে হবে পোশাক শুধু ফ্যাশন কিংবা স্টাইলই নয়, এটা একটি নিত্যব্যবহার্য জিনিসও। মনে রাখতে হবে, তরুণ-তরুণীরা যেসব পোশাক পরে, বয়স্করা সেসব পরেন না। তাই বয়স্কদের ফ্যাশন হবে কিছুটা আলাদা।
সব উৎসব-পার্বণে ফ্যাশন হাউস বিশ্বরঙের থাকে বিশেষ আয়োজন। সেই ধারাবাহিকতায় এবারও ব্যতিক্রম হয়নি। বিশ্বরঙের সহযোগী ব্র্যান্ড ‘শ্রদ্ধা’ পরিবারের শ্রদ্ধাভাজন ব্যক্তিদের জন্য নিয়ে এসেছে নতুন সব আয়োজন। দেশীয় কাপড়ে ঢিলেঢালা আরামদায়ক প্যাটার্ন, অতি উজ্জ্বল রঙের পরিবর্তে সহজিয়া শীতলতম হালকা রংই মূলত শ্রদ্ধার পোশাকের বিশেষ বৈশিষ্ট্য। শাড়ি, থ্রি-পিস, কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্টসহ পরিবারের জ্যেষ্ঠ ব্যক্তির নিত্যব্যবহার্য সব ধরনের লাইফস্টাইল পণ্য পাওয়া যাচ্ছে শ্রদ্ধায়।
কাপড়ের ম্যাটেরিয়াল হিসেবে সুতি, লিনেন, তাঁত প্রভৃতি কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে গরমের কথা মাথায় রেখে। তবে যেহেতু উৎসবের পোশাক, তাই সিল্ক, মসলিন, তসর, জর্জেট প্রভৃতি কাপড় থাকছে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে। রঙের ব্যবহারে পরিমিত বোধ লক্ষ করা যায় সব পোশাকে। কাজের মাধ্যম হিসেবে এসেছে অ্যামব্রয়ডারি, জারদৌসি, কারচুপি, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্টসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।
www.bishworang.com ওয়েব পেজ এবং bishworangfanclub ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারবেন পছন্দের পোশাক।