পেঁপের হালুয়া
শবে বরাত উপলক্ষে আজ থাকছে কাঁচা পেঁপে দিয়ে তৈরি হালুয়া। মজাদার হালুয়ার এই রেসিপি দিয়েছেন শিরিন সুলতানা। জেনে নিন, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন পেঁপের হালুয়া।
উপকরণ
কাঁচা পেঁপে ৪০০ গ্রাম, মাওয়া গুঁড়া তিন টেবিল চামচ, ঘি আধা কাপ, চিনি ২০০ গ্রাম, এলাচ গুঁড়া এক চা চামচ, কিশমিশ কয়েকটি এবং বাদাম কুচি এক টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি
প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা পেঁপে সামান্য ভাপ দিয়ে নিন। এবার একটি প্যানে ঘি দিয়ে ব্লেন্ড করা পেঁপে দিয়ে ভাজতে থাকুন। এখন এতে একে একে চিনি, মাওয়া, এলাচ গুঁড়া দিয়ে ভাজতে থাকুন। ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে কিশমিশ ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের পেঁপের হালুয়া।