সৌন্দর্যচর্চায় বেকিং সোডা
বেকিং সোডা শুধু খাবারেই ব্যবহৃত হয়। এমনটাই আমরা সবাই জানি। কিন্তু এই বেকিং সোডা যে আপনার সৌন্দর্যচর্চায় কতটা কার্যকর, তা কি আপনি জানেন? বোল্ডস্কাই ওয়েবসাইট থেকে জানা গেল, ত্বক, চুল ও দাঁত—সবকিছুর পরিচর্যায় বেকিং সোডা বেশ উপকারী, যা জেনে রাখা আপনার জন্য খুবই জরুরি :
ত্বক নরম করে
এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে কিছুক্ষণ পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বক নরম ও মসৃণ হবে।
পায়ের গোড়ালি নরম করে
এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস ও সামান্য পানি একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে পায়ের গোড়ালিতে লাগান। এবার একটি নরম ব্রাশ দিয়ে ভালো করে ঘষুন। এতে পায়ের ফাটা দাগ দূর হবে এবং পা হবে মসৃণ ও সুন্দর।
দাঁত সাদা করে
দাঁত ঝকঝকে করতে বেকিং সোডা বেশ কার্যকর। ব্রাশে বেকিং সোডা নিয়ে পাঁচ মিনিট ভালো করে দাঁত ব্রাশ করুন। দেখবেন, দাঁতের হলদে ভাব দূর হবে এবং দাঁত আরো বেশি সাদা হবে।
চুলের রুক্ষতা দূর করে
এক চা চামচ বেকিং সোডা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে চুলে ও মাথার তালুতে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের রুক্ষতা দূর করার পাশাপাশি চুলকে নরম ও ঝলমলে করে।
শুষ্ক শ্যাম্পুর কাজ করে
যদি শ্যাম্পু ছাড়া চুলের তেল দূর করতে চান, তাহলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক চা চামচ ল্যাভেন্ডার অয়েল ও আধা চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। এবার চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। দেখবেন, খুব সহজেই চুলের তেলতেলে ভাব দূর হবে।
ত্বকের পোড়া দাগ দূর করে
এক গ্লাস পানির মধ্যে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে তুলা দিয়ে মুখে ও হাত-পায়ে লাগান। এতে রোদের পোড়া ভাব দূর হবে এবং ত্বক আরো উজ্জ্বল হবে।