ঈদবাজার
কেনাকাটার অন্য জগৎ মোস্তফা মার্ট
এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। তাই যে মার্কেটেই যান না কেন, সবখানেই রয়েছে ভিড়। এত গরম আর বৃষ্টি উপেক্ষা করেই চলছে ঈদের প্রস্তুতি। তবে যাঁরা একটু হলেও আরাম করে কেনাকাটা করতে চান, তাঁদের জন্য রয়েছে মোস্তফা মার্ট। এটি মূলত সিঙ্গাপুরের একটি চেইনশপ। সাধারণত সিঙ্গাপুরে একে বলা হয় কেনাকাটার ‘স্বর্গ প্রাসাদ’।
মোস্তফা মার্টের মহাব্যবস্থাপক অ্যালান লু বলেন, ‘সিঙ্গাপুরের জনপ্রিয় মার্কেটের কেনাকাটা এখন অনেকে এ দেশেই সেরে নিতে পারবেন।’
বসুন্ধরা সিটির বেজমেন্ট-১ ও ২ জুড়ে রয়েছে এই বিশাল চেইনশপটি। এখানে পাবেন নামীদামি ব্র্যান্ডের প্রায় পাঁচ হাজারের বেশি আইটেমের বিপুল সমাহার। এর মধ্যে থাকছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক, জুতা, প্রসাধনী, খেলনা, লাগেজ, আন্ডার গার্মেন্ট, হোম টেক্সটাইল ও ইলেকট্রনিক পণ্য। এসব ব্র্যান্ডের মধ্যে অন্যতম হংকংয়ের বসোনি, গিওর ডেনো, হ্যাঙ্গ টেন, সিঙ্গাপুরের ক্রোকোডাইল, যুক্তরাষ্ট্রের লি কপার, প্যারিসের পেয়ারি কার্ডেনের শার্ট, ডেনমার্কের জুতা ইকো, ব্রাজিলের ইপনিমা, রাইডার, আমেরিকার ফ্লোরশাইম, আমেরিকার খেলনা মেহেল, ফিশার প্রাইস, কোরিয়ার সোলারন ব্র্যান্ডের হোম টেক্সটাইল ছাড়াও বিশ্বের শতাধিক ব্র্যান্ডের পণ্য।
বেজমেন্টের প্রথম ফ্লোরে রয়েছে ছেলেদের প্যান্ট, শার্ট, টি-শাট ছাড়াও অনেক পণ্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখানকার সব পণ্যই বিদেশি। তাই দেশে বসেই আপনি কিনতে পারবেন বিশ্বের সেরা সব ব্র্যান্ডের পণ্য। তবে অনেকেই ভাবতে পারেন দামের বিষয়টি। এখানকার সব পণ্যই আসে পাইকারিভাবে, তাই মূল্যও অন্যদের থেকে অনেকটাই কম রয়েছে।
এখানে বাজার করতে আসা সাউথইস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র রেজওয়ান পারভেজ বলেন, ‘এই মার্টটির প্রতিটি পণ্যই মানসম্মত এবং টেকসই। তাই প্রায়ই যেকোনো কেনাকাটায় এখানেই বেশি আসি।’
দ্বিতীয় ফ্লোরটি সাজানো হয়েছে বিভিন্ন কসমেটিক পণ্যে। এ ছাড়া পাবেন মেয়েদের পোশাক, শিশুদের পোশাক, হোমটেক্সটাইল পণ্য, জুতা-স্যান্ডেল সবকিছুই। এককথায় বলা যায়, আমাদের নিত্যদিনে যা প্রয়োজন, সবই আছে এখানে। তাই ঈদের সব কেনাকাটাই একসঙ্গে করতে চাইলে বেছে নিতে পারবেন এই মার্কেট।