ঈদবাজার
ঈদ আয়োজনে জমজমাট সেজান পয়েন্ট
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এবং অন্যান্য কোচিং সেন্টারের জন্য তরুণদের আনাগোনা একটু বেশিই থাকে ফার্মগেট এলাকায়। এ ছাড়া রাজধানীর সেন্টার পয়েন্টও ধরা হয় একে। এই জায়গাটি সব সময়ই কোলাহলপূর্ণ থাকে। তাই ফার্মগেট এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ছোট-বড় অনেক মার্কেট। বাটা, অ্যাপেক্স ও জেনিসের মতো জুতোর ব্র্যান্ড শপও রয়েছে। তবে মার্কেট হিসেবে সবার কাছেই পরিচিত সেজান পয়েন্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সেজান পয়েন্টও যেন সাজছে নতুন সাজে। ঈদের কেনাকাটায় পুরোপুরি প্রস্তুত এই মার্কেট।
মার্কেটটির প্রথম ফ্লোরে পাচ্ছেন মেয়েদের কসমেটিকসামগ্রী। এ ছাড়া রয়েছে আপনার সাজের সব কিছুই। পাবেন বিভিন্ন ধরনের ব্যাগ, পার্স, ঘড়ি, ব্রেসলেট এবং চশমার দোকান। আপনার ঘরকে সাজাতে অনেক উপকরণও পাবেন এখানে। রয়েছে বেশকিছু গিফট শপ। এ ছাড়া ছেলেদের মানিব্যাগ, চশমা ছাড়াও অনেক কিছুই এখানে পাবেন। মেয়েদের সাজের আর একটি বিশেষ উপকরণ গয়না। কসমেটিকসের দোকানেই মিলবে সিটি গোন্ডসহ দেশি-বিদেশি হরেক রকম গয়নাসামগ্রী।
দোতলা পুরোটাই পোশাকের মার্কেট। আপনার পরিবারের সদস্যদের জন্য পোশাক এখান থেকেই নিতে পারেন। এখানে এলে প্রথমেই চোখে পড়বে মেয়েদের পোশাকের সম্ভার। সালোয়ার-কামিজ, থ্রি পিস, ফোর পিস, আনারকলি, দেশি-বিদেশি অনেক পোশাক। প্রতিবারের মতো এবারও এখানে চোখে পড়বে ইন্ডিয়ান পোশাক, যা বিভিন্ন ঢং ও নামে করা হয়েছে। ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে জিন্স, টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি, শর্ট-পাঞ্জাবি, লং-পাঞ্জাবিসহ অনেক কিছুই। ছেলেদের পোশাকে আরো মিলবে বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট। এ ছাড়া পাবেন আপনার সোনামণির পোশাক। যার মধ্যে ছোট মেয়েশিশুর জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের পোশাক। আর ছেলেশিশুর জন্য পাবেন প্যান্ট, হাফ-প্যান্ট, পাঞ্জাবি-পাজামা, টি-শার্ট, শাট, বিভিন্ন কার্টুনসংবলিত গেঞ্জি ছাড়াও অনেক কিছুই।
তিনতলায় রয়েছে অনেক জুতার দোকান। ব্র্যান্ড জুতার দোকান হিসেবে মিলবে শুধু অ্যাপেক্সের শোরুম। এ ছাড়া একপাশে পাবেন প্রায় ১০টির মতো জুতোর দোকান। যেখানে রয়েছে সব বয়সীদের পছন্দের জুতো। এখানে মিলবে দেশি জুতো ছাড়া বিদেশি ব্র্যান্ডেরও অনেক জুতা। এই জুতার সম্ভারে পাবেন ছেলেদের বুট, স্যান্ডেল, সু এবং মেয়েদের জন্য বিভিন্ন ডিজাইনের জুতো তো রয়েছেই। এ ছাড়া আপনার শিশুর জন্যও পাবেন অনেক ডিজাইনের জুতা। তিনতলার বাকি অংশে রয়েছে মোবাইলের দোকান। ঈদে বিভিন্ন মোবাইলে রয়েছে বিশেষ ছাড়। তাই ঈদকে কেন্দ্র করে কিনতে পারেন নতুন মোবাইলও।
চারতলাটি সাজানো হয়েছে বিভিন্ন জুয়েলারি শপ দিয়ে। এখান থেকে আপনি কিনতে পারবেন স্বর্ণের পছন্দ সই গয়না। আর বাকি অংশটিও তিনতলার মতো মোবাইল মার্কেট। এই মার্কেটে বিশেষ সুবিধার মধ্যে থাকছে পুরোটা শীতাতপ নিয়ন্ত্রিত, স্কেলেটরের বিশেষ ব্যবস্থা। তাই ঈদ কেনাকাটার অন্যতম সঙ্গী হতে পারে এই মার্কেট।