রাশিফল
মিথুন ও কর্কটের রোমান্স শুভ
আজ ১৭ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, ১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ১৪৩৬ হিজরি ১৩ রমজান, তিথি চতুদর্শী। আজ সূর্যোদয় ৫টা ২৭ মিনিট এবং সূর্যাস্ত ৬টা ৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ২ # অধিপতি গ্রহ-চন্দ্র, বৈশিষ্ট্য পানি (বিপ্রর্বণ/ব্রাহ্মণ) সম (চর), তুঙ্গস্থান বৃষ, নিচস্থান বৃশ্চিক, প্রিয় মাস জ্যৈষ্ঠ ও শ্রাবণ। শুভ বার সোমবার। শুভ তারিখ ২/১১/২০, শুভ রং সাদা, হালকা গোলাপি, শুভ ধাতু রুপা, ধারণীয় মূল-ক্ষীরিকা মূল, শুভ রত্ন : মুনস্টোন/চন্দ্রকান্তি মণি, হীরা। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৮/১২ পরে ১১/৪৫ মধ্যে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : জ্যোতির্বিদ ফ্রেড হোয়েল, ফুটবলার মেসি। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
আর্থিক দিক ভালো যাবে। কারো সঙ্গে বিবাদে জড়াতে পারেন। আইনি ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। সন্ধ্যার পর শরীর-মন ভালো নাও থাকতে পারে।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
প্রেমিক/প্রেমিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বন্ধুদের সহযোগিতা পাবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকতে পারে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় অগ্রগতি হতে পারে। দূরের যাত্রা শুভ।
মিথুন (Gemini) (২১মে-২০ জুন)
কোনো পুরোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। সেভিংসের উদ্যোগ সফল হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
শরীর খুব একটা ভালো যাবে না। চক্ষু-সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। ব্যবসা-বাণিজ্যে লাভ হতে পারে। রোমান্স, বিনোদন শুভ।
সিংহ (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
আজ আপনার উপস্থিত বুদ্ধি-ক্ষমতা, বাস্তব পরিকল্পনা এবং পরিশ্রমের জন্য কোনো সাফল্য পেতে পারেন। যাত্রাপথে সব ধরনের খাবার এড়িয়ে চলুন।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজ আপনার অনিশ্চিতভাবে টাকা-পয়সা চলে আসতে পারে। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। রাজনীতি থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আজ আপনার অর্থনাশ, মানসিক চিন্তা, প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলুন। রাস্তাঘাটে রাজনীতি সম্পর্কিত শোভাযাত্রা এড়িয়ে চলুন।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিদেশ যাত্রা শুভ।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বর্তমান সময়টা ধনুর পক্ষে যাবে বেশির ভাগ। অনেক জটিল সমস্যা থেকে আপনি বের হয়ে আসবেন। আজ আপনি ভালো থাকবেন।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আজ আপনার নতুন ধরনের সময় শুরু হতে যাচ্ছে, আপনার এই সময়টা আগের চেয়ে অনেক সুন্দর হবে। এই আত্মবিশ্বাস নিয়ে থাকবেন।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আজ আপনার সামনে যে কাজ আসুক, সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। তবে অনেকের আবার প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ভবিষ্যৎ পরিকল্পনার জন্য দিনটি শুভ। আজকের দিনে আপনার মর্যাদাশীল সত্তাকে খুঁজে পাবেন। আপনার ধ্যান, ভাবনা, চিন্তার জন্য দিনটি শুভ।