ইফতার
অ্যাঞ্জেল্স অ্যান্ড জিপ্সি রেস্টুরেন্টে ভিন্ন আয়োজন
রেস্টুরেন্ট স্ট্রিট খ্যাত বনানীর ১৯/এ রোডের অ্যাঞ্জেল্স অ্যান্ড জিপ্সি রেস্টুরেন্ট করেছে ইফতার ও বুফে সেহরির ভিন্ন আয়োজন। তাদের ইফতার সাজানো হয়েছে ভিন্ন স্বাদের বেশকিছু মজাদার ইফতারে। যা শুধু রোজার পূর্ণতাই দেবে না, উদর পূর্তিতেও সাহায্য করবে।
যার মধ্যে রয়েছে তিনটি ইফতার প্লাটার। বারবিকিউ চিকেন, অঞ্জেল্স উইংস, এডমেরাল চিকেন, ফ্রাইড রাইস, সল্ডেড ভেজিট্যাবল, খেজুর এবং আনলিমিটেড লেমোনাইড। যা পাবেন মাত্র ৭৯৯ টাকায়। আর একটি প্লাটার পাবেন মাত্র ৯৯৯ টাকায়। যা সাজানো হয়েছে চিকেন তার্কি, বিফ তার্কি, কুইসডালা, অ্যাঞ্জেল্স উইংস, ম্যাস পটেটো, ফ্রাইড রাইস, খেজুর, আইসক্রিম এবং আনলিমিটেড লেমোনাইড। সবচেয়ে বড় প্লাটারটি সাজানো হয়েছে মজাদার স্বাদের টি-বোন স্টেক, অঞ্জেল্স উইংস, এডমেরাল চিকেন, ফ্রাইড রাইস, সল্ডেড ভেজিট্যাবল, খেজুর এবং আনলিমিটেড লেমোনাইডসহ অনেক কিছু। যা পাবেন মাত্র ১৪৯৯ টাকায়।
এছাড়াও রয়েছে সেহরির মহা আয়োজন। মাত্র ৬৫০ টাকায় পাবেন বাফেট সেহরি। এ ছাড়া রয়েছে সেহরিতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। এ ছাড়া বাসায় নিতে চাইলে রয়েছে ভিন্ন স্বাদের লোভনীয় আইটেম। যার মধ্যে ছোলা ২২৫ টাকা কেজি, কিমা চপ ৩৫ টাকা, কলিজা সিংগারা ২৫ টাকা, পনির সমুচা ৩০ টাকা, সমুচা ২০ টাকা, কাবাব রোল ১২০ টাকা, শিককাবাব ১২০ টাকা, শাসলিক ১৭০, মুরগি রোস্ট পাবেন ৪৫০ টাকা, মার্টন লেগ রোস্ট ১১০০ টাকা, দরবারি হালিম ২৫০ টাকা হাফ কেজি, চিকেন কাটলেট ৫৫ টাকা, চিকেন রোল ৭৫, তেহারি ১৪০ টাকা, শাহী মোরগ-পোলাও ২৫০ টাকা, কাচ্চি বিরিয়ানি ২৪০ টাকা, মোঘল বিফ চাপ ৩৫০ টাকা হাফ কেজি, জিলাপি হাফ কেজি ২২৫ টাকা, দই ভাপা ৫০ টাকা পিচ, বুনদিয়া ২৫০ টাকা কেজি, জালি কাবাব ৪০ টাকাসহ আরো অনেক মাজাদার আইটেম পাবেন এখানে।