ঈদবাজার
কর্ণফুলী গার্ডেন সিটিতে কেনাকাটার ধুম

কাকরাইল ও শান্তিনগর এলাকায় বসবাসরতদের কেনাকাটার জন্য সেখানে রয়েছে বিশাল বিপণিবিতান। কারণ এই এলাকায় রয়েছে বেইলি রোড, যা মেয়েদের কেনাকাটার অন্যতম প্রসিদ্ধ স্থান। এ ছাড়া রয়েছে বেইলি স্টার। তবে এখানে আরো একটি পুরোনো মার্কেট রয়েছে, সেটি হলো কর্ণফুলী গার্ডেন সিটি। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর শপিংমল, মার্কেট আর পাড়া-মহল্লার পোশাক, জুয়েলারি, জুতা-স্যান্ডেল আর অ্যাকসেসরিজের দোকানে ক্রেতাসমাগম বাড়ছে।
রোজার শুরুতে ক্রেতারা শপিংমল আর মার্কেটে ঘুরে পছন্দের জিনিসটি দেখে সময় পার করলেও এখন চলছে কেনাকাটার ধুম। ছুটির দিনে এই আনাগোনা থাকে একটু বেশি। শপিংমলে এখন দেখা যায় ক্রেতাদের বাড়তি চাপ। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণে সরগরম থাকে মার্কেকটি। ঈদকে সামনে রেখে সব ধরনের ক্রেতাসমাগম বাড়ছে, চলছে কেনাকাটার ধুম। এতে থেমে নেই ক্রেতারা, সমানতালে চলছে পছন্দের পোশাক কেনা। সঙ্গে অলংকার, সাজগোজের জিনিসপত্র কিনছেন অনেকে। জুতার দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় যেন লেগেই আছে।
মার্কেটির বেশির ভাগ দোকানে ভারতীয়, পাকিস্তানি সালোয়ার-কামিজের কালেকশন রয়েছে। ভারতীয় সিরিয়ালের চরিত্রের নামে এগুলোর দেওয়া হয়েছে বাহারি নাম। আর শাড়ির বেশির ভাগই হয় ইন্ডিয়ান কাতান, নয়তো পাকিস্তানি সিল্ক। আছে লেহেঙ্গা, টপসহ অন্যান্য পোশাকও। শুধু নারীদের পোশাকের ক্ষেত্রেই নয়, পুরুষদের পোশাকেও প্রাধান্য পাচ্ছে থাইল্যান্ড, জাপান ও চীন থেকে আসা সব পণ্য। পুরুষদের পাঞ্জাবিতেও প্রতিবেশী দেশের প্রভাব চোখে পড়ার মতো। এ ছাড়া পাওয়া যাচ্ছে পার্টি ফ্রক, হাতের জমকালো কাজ করা সালোয়ার-কামিজ, ঘাগরাচোলি। সালোয়ার ও প্যান্টের কাজে নকশায় রয়েছে বৈচিত্র্য।
দেশীয় ফ্যাশন হাউসগুলোতে পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, পায়জামা, শার্ট, টি-শার্ট, ফতুয়া, লুঙ্গি। মার্কেটটিতে মেয়েদের পোশাকে সিল্ক, হাফসিল্ক বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে দুই হাজার টাকায়। জামদানি, ঢাকাই জামদানি, টাঙ্গাইল দুই হাজার থেকে চার হাজার টাকায়। সেই সঙ্গে ইন্ডিয়ান শাড়ি বিক্রি হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার টাকায়।
মার্কেটটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে গিফট আইটেম, কসমেটিকস, শিশুদের পোশার ও পণ্যসামগ্রী। এ ছাড়া ছেলেদের বানানো পোশাকের সম্ভার রেমন্ডের শোরুমও রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, প্যান্ট, শার্ট ইত্যাদি। তৃতীয় তলায় পাবেন ছেলেমেয়েদের জুতো, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, কামিজ ইত্যাদি। চতুর্থ তলায় পাবেন জুয়েলারি ও ফুড কোর্ট।