সুপার শপের তথ্যগুলো জানেন কি?
আজকাল বাজারের জন্য সবাই সুপার শপগুলোকেই বেছে নেয়। কারণ ঝামেলাবিহীন শপিংয়ের জন্য সুপার শপই এখন সেরা। সব পণ্য যদি একজায়গায় কিনতে পাওয়া যায় তাহলে অন্য জায়গায় ছোটাছুটি করে লাভ কি? এমনটাই অনেকে ভেবে থাকেন। কিন্তু সুপার শপের অনেক অজানা কথাই আপনার জানা নেই। বোল্ডস্কাই ওয়েবসাইটে সুপার শপ সম্বন্ধে তেমন কিছু অজানা তথ্য তুলে ধরা হয়েছে।
১. সুপার শপের পণ্যগুলো এমনভাবে সাজানো হয় যেন ক্রেতারা শুধু দামি জিনিসগুলোই দেখতে পায়। কমদামি পণ্যগুলোও সুপার শপে থাকে। কিন্তু সেগুলো শেলফের পিছনের দিকে লুকানো থাকে। যাতে আপনি প্রথমেই দামি পণ্য বাছাই করেন।
২. অনেক সময় পণ্য ব্যবহারের সময়সীমা পার হওয়ার পরও তার তারিখ পরিবর্তন করে এসব সুপার শপে রাখা হয়। যাতে কোনো পণ্যই তাদের ফেলে দিতে না হয়। তাই মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে পণ্য কিনুন।
৩. সতেজ সবজি ও ফলগুলো সবসময় শেলফের পিছনের দিকে সাজানো থাকে। আর অনেক দিন ধরে রাখা ফল এবং সবজি সামনে রাখে। যাতে এগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়।
৪. সুপার শপগুলো এমনভাবে সাজানো হয় যাতে দেখতে অনেক লোকের ভিড় আছে বলে মনে হয়। এরা প্রতিটি শেলফ ছোট করে তৈরি করে, যাতে একজন ক্রেতা অন্যদেরও দেখতে পায়।
৫. সুপার শপের ফল ও সবজিগুলোর ওপর প্রতিদিন সকালে পানি স্প্রে করা হয় যাতে সেগুলো সতেজ ও ওজনে ভারি হয়।
৬. সুপার শপে তাজা মাছ-মাংস খুব একটা পাওয়া যায় না। কারণ এসব মাছ-মাংস তো আর একদিনে বিক্রি হয় না। এগুলোকে বরফের মধ্যে রাখা হয় যাতে সতেজ থাকে।
৭. সুপার শপে অনেক দিন ধরে ফ্রোজেন খাবারগুলো স্টোরেজ করে রাখে, এর ফলে এগুলোতে ব্যাকটেরিয়া আক্রমণ করে। যা থেকে আপনার ফুড পয়জনিং হতে পারে, মানে পেটে গণ্ডগোল হতে পারে।