রাশিফল
অর্থ পাবেন সিংহ, আশা পূরণ হবে মীনের
আজ ২১ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ৫ আগস্ট ২০১৫ খ্রিস্টাব্দ, ১৯ শাওয়াল ১৪৩৬ হিজরি। তিথি পঞ্চমী। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিট এবং সূর্যাস্ত ৬টা ৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ১ # অধিপতি গ্রহ-রবি, বৈশিষ্ট্য অগ্নি (ক্ষত্রীয় বর্ণ) বিষম স্থির, তুঙ্গস্থান-মেষ, নিচস্থান-তুলা, প্রিয় মাস বৈশাখ ও ভাদ্র, শুভ বার রবি। শুভ সংখ্যা-১/১০, শুভ রং সোনালি ও সাদা, শুভ ধাতু-সোনা ও তামা, ধারণীয় মূল-বিল্বমূল, শুভ রত্ন : রুবি ও চুনি। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৭/২৯, পরে ১১/৪৫ মধ্যে। এবার দেখুন, আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রিয় মেষ, দিনের শুরুতে প্রিয়জনের কাছ থেকে সুখবর পেতে পারেন। বিদেশযাত্রায় নতুন সুযোগ আসতে পারে। সুযোগটা কাজে লাগান। আজ হাতে টাকা-পয়সা আসতে পারে। তবে খরচা একটু বুঝেশুনে করুন। সঞ্চয় করতে শিখুন। ভবিষ্যতে কাজে লাগবে।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি শুভ। তাই আজই সবকিছু ঠিকঠাক করে ফেলুন। কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাহায্য পেতে পারেন। সবকিছু শিখে নিন। প্রেমের ক্ষেত্রে পরোক্ষ আহ্বান পেতে পারেন। বাহ, ভালো তো।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
শরীর খুব একটা ভালো যাবে না। চোখের সমস্যায় ভুগতে পারেন। নিজের চিকিৎসা করান। ব্যবসা-বাণিজ্যে লাভ যোগ হতে পারে। সবকিছু মিলিয়ে দিনটি বেশ ভালোই যাবে। আজ আপনার প্রেম ও বিনোদন বেশ শুভ।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
আজ নতুন ধরনের সময় শুরু হতে পারে। যে সময়টা আগের চেয়ে অনেক সুন্দর। এই আত্মবিশ্বাস নিয়ে থাকবেন। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জয় আপনার হবেই।
সিংহ (LEO) (২১ জুলাই-২১ আগস্ট)
প্রিয় সিংহ, আজ আপনার হাতে টাকা-পয়সা আসতে পারে। পারিবারিক সম্পর্কও বেশ ভালো যাবে। তবে রাজনীতি থেকে দূরে থাকুন। ঝামেলায় পরতে পারেন। প্রেমিকের সঙ্গে মতের অমিল হতে পারে। তবে চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যা জাতক/জাতিকা অপ্রিয় সত্য কথা বলা থেকে বিরত থাকুন। কারণ, আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে। নতুন কাজ এলে সাবধানতা অবলম্বন করুন। যাত্রাপথে সাবধান। মনে রাখবেন, বিপদ কিন্তু বলে আসে না।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আজ আপনার অর্থনাশ হতে পারে। মানসিক চিন্তায় প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। মিছিল, মিটিং, শোভাযাত্রা এড়িয়ে চলুন। কারণ, আজ আপনার বিপদের আশঙ্কা রয়েছে। একটু সাবধান থাকাই ভালো।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আজ কোনো ব্যাপারে একটু মন খারাপ হতে পারে। তবে এই বিব্রত হওয়া মানে বিপদে পড়া নয়। কারো কথায় কান দেবেন না। আপনি নিজের মতো করে থাকুন, দেখবেন ভালো থাকবেন।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। মানসিক শান্তি বজায় থাকবে। পারিবারিক শান্তিও বজায় থাকবে। যোগাযোগ ও যাত্রা শুভ। মোটকথা, আজ সারা দিন আপনার ভালো যাবে।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
উপস্থিত বুদ্ধিক্ষমতা, বাস্তব পরিকল্পনা ও পরিশ্রমের জন্য আজ কোনো সাফল্য পেতে পারেন। আর কেনই বা পাবেন না বলুন? কষ্টের ফল ঠিকই পাওয়া যায়। তবে যাত্রাপথে সব ধরনের সতর্কতা অবলম্বন করতে ভুলবেন না যেন।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
প্রিয় কুম্ভ, আজ কোনো সুসংবাদ পেতে পারেন। সবাইকে মিষ্টি খাওয়াতে ভুলবেন না যেন। নতুন বস্তু লাভ এবং বিলাসিতা বাড়বে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রা শুভ। দিনটা বেশ ভালোই যাবে আপনার।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায় আগের চেয়ে অনেক অগ্রগতি হতে পারে। তাই আর চিন্তা নেই। প্রেমিকের মন তার নতুন ঠিকানা খুঁজে পাবে। অবশেষে আপনার আশা পূরণ হলো। মীন জাতক/জাতিকার রাজনৈতিক কাজকর্ম শুভ।