ফারনাজ মেকওভার
পরিপাটি স্নিগ্ধ সাজ

পোশাক আর সাজে যতই পরিবর্তন আসুক না কেন, পুরোপুরি বাঙালিয়ানা সাজেই থাকে স্নিগ্ধতা, পরিপাটি ভাব। শাড়ি, চুড়ি আর খোলা চুল-ব্যস, সাজের ষোলোয়ানা পূর্ণ। সঙ্গে হালকা মেকআপ হলে মন্দ হয় না। তাই না? ভাবছেন কীভাবে এই মেকআপ করবেন? চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সুবিধার্থে পরিপাটি স্নিগ্ধ সাজের মেকআপ সম্বন্ধে জানিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও অ্যাসথেটিশিয়ান ফারনাজ আলম।
ফারনাজ আলম কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ত্বক বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। কানাডায় থাকার সময় ম্যাক কসমেটিকসের সঙ্গে বেশ কিছুদিন কাজও করেছেন তিনি। সেখানে ডার্মাটোলজিতেও কোর্স করা আছে ফারনাজের। এরপর লন্ডনের নর্থ আম্বরিয়া ও মালয়েশিয়ার টেইলোরস থেকে আর্কিটেকচারের ওপর দুটি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি অ্যাসথেটিকসের ওপর পড়াশোনা করেন, যা ২০১১ সালে শেষ করেন। বর্তমানে মায়ের প্রতিষ্ঠানে ডিরেক্টরের আসনে রয়েছেন। বিশ্বের ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ল’রেল কন্টেস্টে ফাইনালিস্ট হয়েছেন ফারনাজ আলম। বর্তমানে ল’রেল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে রয়েছেন তিনি।
পরিপাটি স্নিগ্ধ সাজের মেকআপ করতে চাইলে বিউটিশিয়ান ফারনাজ আলমের পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন :
স্নিগ্ধ মেকআপ
প্রথমে মুখ ভালো করে ধুয়ে এক টুকরো বরফ ঘষে নিন। এতে গরমে মুখ ঘামাবে না। এবার সামান্য লিকুইড ফাউন্ডেশন হাতে নিয়ে একটি বাফিং ব্রাশ দিয়ে বেইজ করে নিন। ব্রাশ দিয়ে এমনভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করে দিন, যাতে ত্বকের সঙ্গে মিশে যায়। মুখে কোনো ধরনের স্পট না ধাকলে কনসিলার দেওয়ার প্রয়োজন নেই। কনসিলার শুধু দাগ ঢাকার জন্য ব্যবহার করবেন। চোখের নিচের কালো দাগ কনসিলারের সাহায্যে ঢেকে নেওয়া যায়। পাফ ভিজিয়ে মুখে হালকাভাবে প্যানকেক দিয়ে বেইজটা ভারী করে নিন। এতে মেকআপটা ভালোভাবে সেট হবে। পুরো মুখে প্যানকেক হালকা চেপে ত্বকের সঙ্গে মিশিয়ে দিন। সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে পুরো মেকআপ সেট করে নিন। থিক একটি ব্রাশ দিয়ে মুখে ভালো করে পাউডার ব্লেন্ড করে দিন। ডার্ক ব্রাউন কালার কন্টোরিং পাউডার দিয়ে দুই পাশের গালে কন্টোরিং করে নিন। চিক ও কানের মাঝখান থেকে একটু নিচ পর্যন্ত টেনে কন্টোরিং করে নিন। এবার দুই চিকে ব্রাউনিশ পিংক কালার ব্লাশন দিন। ব্লাশন ব্রাশ দিয়ে ভালোভাবে সমান পরিমাণ ব্লাশন ব্যবহার করুন। চোখে প্রথমে হালকা ব্রাউন কালার আইশ্যাডো দিন। এবার আইলিডের ওপর কালো আইশ্যাডো ভালো করে ব্লেন্ড করে নিন। সবশেষে হাইলাইটে সিমারি হোয়াইট কালার আইশ্যাডো দিন।
চোখকে প্রমিনেন্ট করতে টেনে আইলাইনার ব্যবহার করুন। আপনি চাইলে আইল্যাশ ব্যবহার করতে পারেন। এবার গাঢ় করে মাশকারা দিন। ডার্ক ব্রাউন আইব্রো শ্যাডো বেছে নিন। চিকন ব্রাশের সাহায্যে এই আইব্রো শ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন। পিংক কালার লিপলাইনার দিয়ে ঠোঁট ভালো করে একে নিন। এবার গাঢ় পিংক লিপস্টিক দিন। সবশেষে সিমারি পিঙ্কিশ গোল্ডেন লিপগ্লস দিন। চুল হালকা ব্লোড্রাই করে খোলা রাখতে পারেন। দেখতে ভালো লাগবে। চাইলে একপাশ সিঁথি করতে পারেন।
শাড়িতে নারী
শাড়ি যেকোনো অনুষ্ঠানেই বেশ ভালো মানায়। যেহেতু গরম তার ওপর বৃষ্টি তাই হালকা রঙের শাড়ি পরাই ভালো। একরঙা পাড় আঁচলের শাড়ি বেছে নিতে পারেন। কনট্রাস্ট কালারের চল এখন। তাই হালকা রঙের সঙ্গে গাঢ় রঙের পাড় আঁচল থাকতেই পারে। দেখতে মন্দ লাগবে না। তাবে ব্লাউজটা হওয়া চাই একটু গর্জিয়াস। মনে রাখবেন, শাড়ির সৌন্দর্যটা পুরোপুরি নির্ভর করছে ব্লাউজের কাটিং এবং ডিজাইনের ওপর। ভারি কাজের রঙিন একটি ব্লাউজ শাড়িকে আরো বেশি গর্জিয়াস করে তোলে। তবে গর্জিয়াস ব্লাউজের হাতা ছোট হওয়াই ভালো। দেখতে ভালো লাগবে।
রঙিন গয়না
আজকাল ভারী একটা গলার হার পুরো সাজকেই বদলে ফেলে। কয়েকটি রঙের শেডের হার পরে হাতে ও কানে ছোট কোনো অনুষঙ্গ পরতে পারেন। শাড়ির সঙ্গে এ ধরনের গয়না আপনাকে আরো বেশি স্নিগ্ধ করে তুলবে।
জুতা ও ব্যাগ
শাড়ির সঙ্গে হাই হিল পরলে দেখতে ভালো লাগবে। তবে সেমি হাইহিলও পরা যায়। আর অবশ্যই রঙিন একটি ক্লচ ব্যাগ। সবশেষে দেওয়া চাই মিষ্টি ঘ্রাণের সুগন্ধি। ব্যস, পরিপাটি এই স্নিগ্ধ সাজে আপনি হয়ে উঠবেন অপরূপা।
গ্যালারি দেখতে ওপরের ছবিতে ক্লিক করুন। নিজেই নিজের মেকওভার করেছেন ফারনাজ আলম। ছবি : সৈয়দ অয়ন