সুখী পরিবার কল্পে ‘দম্পতি মেলা’
জীবনের লম্বা পথ একলা পাড়ি দেওয়া দুঃসাধ্য। পরিবারই সেই আদি প্রতিষ্ঠান, যা এই কঠিন এবং বন্ধুর পথকে সুগম করার উদ্দেশ্যে গঠিত হয়। দাম্পত্যের অকৃত্রিম বন্ধনেই সৃষ্টি হয় পরিবারের ভিত্তি। এই সম্পর্ককে শ্রদ্ধা জানিয়েই আজ ১৫ মার্চ, আয়োজিত হলো দম্পতি মেলা। বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে ‘দম্পতি সোসাইটি’র উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
অনুষ্ঠানে অংশ নিয়েছেন সমাজের বিভিন্ন পর্যায়ের দম্পতিরা। কেউ সাহিত্যিক, কেউ গণমাধ্যমকর্মী, কেউ তারকা, কেউ বা একেবারেই সাধারণ কিন্তু এখানে তাঁদের অংশগ্রহণ দাম্পত্যের বন্ধনের ভিত্তিতে।
প্রবীণ দম্পতিরা অনুষ্ঠানে তাঁদের দাম্পত্য জীবনের অভিজ্ঞতার আলোকে দাম্পত্য মূল্যবোধ ও সম্পর্ক উন্নয়ন সম্পর্কে নবদম্পতিদের সচেতন করেন। জীবন সম্পর্কে নিজেদের চিন্তাভাবনা আর আজকের দিনে দাম্পত্যের হালচাল নিয়ে মতামত প্রকাশ করেন এ যুগের দম্পতিরাও।
অনুষ্ঠানে ৫০ বছর পূর্ণকারী আট দম্পতিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন :
১. মুস্তাফা মনোয়ার ও মেরী মনোয়ার
২. আবদুল্লাহ্ আবু সায়ীদ ও রওশনারা সায়ীদ
৩. হায়াত মামুদ ও ফিরোজা বেগম
৪. সৈয়দ হাসান ইমাম ও লায়লা হাসান
৫. মফিজুদ্দিন আহমেদ ও ফেরদৌস আকতার লিলি
৬. এম শামসুল হুদা ও রোকসানা হুদা
৭. মোহাম্মদ বরকতউল্লাহ ও জিনাত বরকতউল্লাহ
৮. নাজমুল হুদা বাচ্চু ও লীনা নাজমুল
অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতাকারী প্রতিষ্ঠান হিসেবে ছিল ব্র্যান্ড পাল্স।