‘রঙ বাংলাদেশ’ এর একুশ আয়োজন

নতুন করে পথচলার সূচনায় ‘রঙ বাংলাদেশ’ পোশাকে উদযাপন করছে একুশে ফেব্রুয়ারি। এবার বিষয় রাখা হয়েছে বর্ণমালা- এক সুতায় গাঁথা।
ইতিমধ্যে কমে এসেছে শীতের প্রকোপ। তাই এই কালেকশন সাজানো হয়েছে পুরোপুরি সুতি কাপড়ে। সাদা-কালো রঙের এই কালেকশনে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, অ্যাম্ব্রয়ডারি, কারচুপি, প্যাচওয়ার্ক আর মিক্স মিডিয়ায় সুষম আর দৃষ্টিনন্দন ব্যবহারে প্রতিটি পোশাককে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে রঙ বাংলাদেশ সম্মানিত গ্রাহকদের পছন্দকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই সাজিয়েছে এবারের সংগ্রহ। একই সঙ্গে বিবেচনায় রেখেছে ক্রয়সাধ্যের বিষয়টি।
এই কালেকশনে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কমিজ-দোপাট্টা, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, বাচ্চাদের পোশাক, কাপল ড্রেস। এ ছাড়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে মগ।
মেয়েদের পোশাক ৫০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, পুরুষ পোশাক ৮০০ থেকে ২০০০ টাকা, বাচ্চাদের পোশাক ৩০০ থেকে এক হাজার ২০০ টাকা এবং উপহার সামগ্রী ২৫০ থেকে ৩০০ টাকায় পাওয়া যাবে যেকোন আউটলেটে।