পোশাকের রং দিন মেনে!
রং ছাড়া পৃথিবী বর্ণহীন। রং যেমন দেখতে ভালো লাগে, তেমনি আমাদের জীবনে এর প্রভাব অস্বীকার করার জো নেই। রং ব্যক্তিত্বের সহায়ক হয়ে ওঠে এবং আপনার অজান্তে রং আপনাকে অনেক ক্ষেত্রেই সাহায্য করে। যেমন—রাতের পার্টিতে কালো রং বেশ মানানসই। রোদেলা দুপুরে উজ্জ্বল রঙের পোশাক পরলে আপনাকে বেশ উজ্জ্বল দেখাবে। এতে আপনিও ভালো বোধ করবেন। তাই বলে দিন মেনে পোশাকের রং নির্ধারণ? একটু বেশি বেশি মনে হচ্ছে না? বেশি বেশি মনে হলেও সম্প্রতি এমন মজার কথাই জানিয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট ‘অ্যাস্ট্রক্যাম্প’। তাই চলুন জেনে নেওয়া যাক, কোন দিনে কোন রঙের পোশাক পরলে আপনাকে ভালো দেখাবে, আর আপনি হয়ে উঠবেন আত্মবিশ্বাসী। অবশ্য এটি যে বাঁধাধরা কোনো নিয়ম, তা নয়! তাও জেনে রাখলে ক্ষতি কী?
শনিবার : এই দিনে সাদা ও নেভি ব্লু রং বেশ মানানসই। শনিবার এই রঙের পোশাক পরলে যেকোনো কাজ শুভ হয় বলেই ধারণা অনেকের।
রোববার : উজ্জ্বল হলুদ, হালকা লাল এবং কমলা রং এই দিনের জন্য ভালো।
সোমবার : যেকোনো ভালো কাজের জন্য এই দিনে সাদা, হালকা নীল ও সিলভার রং পরতে পারেন।
মঙ্গলবার : লাল ও কমলা রং এই দিনের জন্য শুভ।
বুধবার : যেকোনো কাজে সাফল্য পেতে চাইলে এই দিনে সবুজ রঙের পোশাক পরা ভালো।
বৃহস্পতিবার : হলুদ রঙের পোশাক এই দিনে আপনার উদ্দেশ্য সফলে সাহায্য করবে।
শুক্রবার : এই দিনে ভালো কাজ করতে অবশ্যই গোলাপি, অফ হোয়াইট ও সাদা রং বেছে নিন।
দিন বা বার দেখে তো আর সবার পক্ষে পোশাক বাছাই করা সম্ভব নয়। তার পরও হাতে সময় থাকলে মিলিয়ে পরতে পারেন! পোশাক আর পোশাকের রং নিয়ে আদিখ্যেতা না হয় একটু করলেনই বা!