গ্রুপ ম্যাসেজের ক্ষেত্রে কী করবেন, কী করবেন না
বন্ধুদের বা পরিবারের সঙ্গে প্রয়োজনীয় কথা বলার জন্য অনেক সময় গ্রুপ মেসেজ করা হয়। এই পদ্ধতিটা ভালো তবে মাঝে মাঝে বিরক্তিকরও। কারণে-অকারণে বারবার নোটিফিকেশন এলে কে বিরক্ত হবে না বলুন? তাই গ্রুপ মেসেজে লেখার সময় কিছু বিষয় খেয়াল রাখুন। এ ক্ষেত্রে রিডার্স ডাইজেস্টের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
১. কখনোই গ্রুপ মেসেজে রাতে মেসেজ দেবেন না। এতে অন্যরা বিরক্ত হতে পারে। সবচেয়ে ভালো সময় হলো সন্ধ্যার পর। যখন সবাই কাজ শেষ করে বাসায় ফিরে। এই সময়টাতে সবাই মোটামুটি অবসরে থাকে।
২. গ্রুপ মেসেজে কখনো একজনকে নিয়ে কথা বলবেন না। কারণ আপনার এই মেসেজ গ্রুপের সবাই দেখতে পাচ্ছে। যদি কারো সঙ্গে গ্রুপের কোনো একজনের কথা বলতে হয়, তাহলে আলাদা তার চ্যাটিং বক্সে মেসেজ পাঠান।
৩. যাদের আপনি ভালোভাবে চেনেন গ্রুপ মেসেজে শুধু তাদেরই অন্তর্ভুক্ত করুন। না হলে অপরিচিত কেউ একজন আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো জেনে যাবে, যা আপনাদের জন্য ক্ষতির কারণ হতে পারে।
৪. কোনো একটা বিষয়ে সবাই মেসেজে কথা বলতে থাকলে তখন অন্য বিষয়ে টেনে আনা ঠিক না। এতে অন্যরা বিরক্ত হতে পারে। কারণ আপনার এই আচরণের অন্য সবার মনোযোগ নষ্ট হবে।
৫. গ্রুপ মেসেজে সবাইকে কথা বলার সুযোগ দিন। আপনি যদি একাই মেসেজ লিখতে থাকেন, তাহলে অন্যরা কী করবে বলুন? তাই কোনো কিছু লেখার পর অন্যদের লেখার সুযোগ দিন।
৬. আপনি যদি মেসেজ লেখা শেষ করতে চান, তাহলে সবাইকে বলে বিদায় নিন। হুট করেই অফলাইনে যাবেন না। এতে অন্যরা দ্বিধায় পড়ে যেতে পারে।
৭. কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার পর গ্রুপ মেসেজে সবার সম্মতি নিয়ে বিষয়টি সেখানেই শেষ করুন। অযথা ঝুলিয়ে রাখবেন না।