প্রাকৃতিক উপায়ে সুস্থ ত্বক
গরমে ত্বক সুস্থ রাখতে প্রয়োজন প্রাকৃতিক উপায়ে একটু বাড়তি যত্ন-আত্তি, যা ত্বকের গভীরে গিয়ে ত্বককে নরম ও মসৃণ রাখে। এর ফলে গরমে বাড়তি ময়েশ্চারাইজার ব্যবহারের প্রয়োজন হয় না। আর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। এ কারণে যেকোনো ধরনের ত্বকে মানিয়ে যায় বেশ।
পেজ পিংক ওয়েবসাইটে প্রাকৃতিক উপায়ে ত্বক সুস্থ রাখার কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, একনজরে দেখে নিন, কোন প্যাকটি আপনার ত্বকের জন্য কার্যকর—
অ্যাভোকাডোর প্যাক
একটি অ্যাভোকাডো চটকে নিয়ে সামান্য মধু, তিন টেবিল চামচ লবণ, লেবুর রস সামান্য এবং অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ব্যবহার করুন। দেখবেন, উজ্জ্বল হওয়ার পাশাপাশি ত্বক হবে আরো প্রাণবন্ত।
নারকেল তেলের প্যাক
আধা কাপ চিনি, আধা কাপ নারকেল তেল এবং এক চা চামচ ভ্যানিলা এসেন্স একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার গোসলের আগে পুরো শরীরে হালকাভাবে ম্যাসাজ করে গোসল করে ফেলুন। এতে ত্বক নরম ও মসৃণ হবে।
কাজুবাদামের প্যাক
কাজুবাদাম সুস্থ ত্বকের জন্য বেশ কার্যকর। প্রতিদিন দুই থেকে তিনবার ত্বকে কাজুবাদামের তেল ম্যাসাজ করুন। এটি ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে এবং গভীর থেকে ত্বককে সুস্থ রাখে।
মধুর প্যাক
আধা কাপ মধুর সঙ্গে এক কাপ লবণ ও দুই কাপ দুধ একসঙ্গে মিশিয়ে গোসলের আগে পুরো শরীরে মেখে ভালোভাবে ম্যাসাজ করুন। আপনি চাইলে লবণের পরিবর্তে ওটমিল ব্যবহার করতে পারেন। ৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর সাধারণ পানি দিয়ে গোসল করে ফেলুন। এতে ত্বক হবে আরো মসৃণ ও উজ্জ্বল।
চিনির প্যাক
এক কাপ চিনির সঙ্গে আধা কাপ অলিভ অয়েল অথবা নারকেল তেল একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার গোসলের আগে পুরো শরীরে মেখে হালকা ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে গোসল করুন। এটি ত্বকে প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে।