হাত থেকে কাঁচা মাংসের গন্ধ দূর করার পাঁচ উপায়
আর কয়েকদিন পর ঈদুল আযহা। এই দিন সবাই মাংস নিয়ে ব্যস্ত একটি দিন কাটায়। তাই হাত থেকে কাঁচা মাংসের গন্ধ আসা শুরু করে। যা খুবই অস্বস্তিকর। গোসলের পরও অনেক সময় এই গন্ধ হাত থেকে যেতে চায় না। চিটচিটে ভাব থাকে। এই গন্ধ দূর করতে ব্যবহার করুন কিছু প্রাকৃতিক উপাদান।
লবণ
লবণ দিয়ে হাত ঘষুন। দুর্গন্ধ দূর করার এটি সবচেয়ে সহজ উপায়। হাতের তালুতে কিছু লবণ নিয়ে নিন। এরপর লবণের কণাগুলো হাতের তালু এবং আঙ্গুলে লাগিয়ে নিন। এবার কিছুক্ষণ ঘষে নিন। তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। মাংসের গন্ধ স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে।
ভিনেগার এবং বেকিং সোডা
ভিনেগার এবং বেকিং সোডা খুব অল্প সময়ে হাত থেকে গন্ধ দূর করতে পারে। মাছ, মাংস, রসুন, পেঁয়াজের মত শক্তিশালী গন্ধ দূর করতে এই দুই উপাদান ব্যবহার করুন। ভিনেগার আর বেকিং সোডা মিশিয়ে হাতে ঘষুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কফি
যারা কফির ঘ্রাণ পছন্দ করেন, তাদের জন্য গন্ধ দূর করার এটি বিশেষভাবে সহায়ক। কফির গুঁড়ো হাতের তালুতে নিয়ে ঘষুণ। এটি যে
কোনো তিক্ত-গন্ধযুক্ত খাবারের গন্ধকে মুছে ফেলতে পারে। পরে সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিতে পারেন।
টুথপেস্ট
টুথপেস্ট হাতকে কঠিন গন্ধ থেকে মুক্তি দিতে পারে। হাতের তালুতে কিছু টুথপেষ্ট প্রয়োগ করুন। তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলার আগে ভালভাবে ঘষুন। এ ক্ষেত্রে, অবশ্যই সাদা টুথপেষ্ট ব্যবহার করবেন। জেলজাতীয় টুথপেষ্ট থেকে দূরে থাকুন।
লেবু
যেকোনো ধরণের সাইট্রাস ফলের একটি মনোরম গন্ধ রয়েছে। একটি লেবুকে দুইটি টুকরো করে কেটে নিন। এরপর আপনার হাতে ঘষুন। এটি আপনার আঙ্গুল এবং তালুতে সমানভাবে প্রয়োগ করুন। লেবু সমস্ত ধরণের গন্ধ দূর করতে কার্যকর।
সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস