শ্যাম বর্ণের জন্য সেরা ছয় লিপস্টিক
লিপস্টিক নারীদের সাজসজ্জার তালিকায় খুবই পছন্দের প্রসাধনী। তবে এটি এমন একটি জিনিস যা, সাজ বা গায়ের রঙের সাথে না মানালে পুরো মেকআপ খারাপ হয়ে যায়। বিশেষ করে, শ্যাম বর্ণের অধিকারী নারীরা মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হয়। কিছু লিপস্টিকের শেড আছে যা কিনা আপনার ত্বককে আরও উজ্জ্বল দেখাতে সাহায্য করবে।
উষ্ণ শেড
উষ্ণ শেডগুলোর মধ্যে রয়েছে ইটের লাল রঙ, পোড়ামাটি এবং তামা। এই শেডগুলো ত্বকে উজ্জ্বলতার স্পর্শ যুক্ত করতে পারে। এগুলো যেকোনো অনুষ্ঠানের জন্য মানানসই।
শীতল শেড
প্লাম, বেরি এবং নেভি ব্লু শীতল শেডগুলোর মধ্যে রয়েছে। এ সব রঙ নাটকীয় চেহারা তৈরি করতে সহায়তা করতে পারে। বিশেষ করে, রাতের অনুষ্ঠানে এ সব রঙের লিপস্টিক ব্যবহার করলে আপনাকে একটি ভিন্ন লুক এনে দেবে।
নিরপেক্ষ শেড
শ্যাম বর্ণের ত্বকের জন্য কিছু জনপ্রিয় নিরপেক্ষ শেড রয়েছে। এর মধ্যে নিউড, বেইজ এবং বাদামী রং-এর চল বেশি। এই ধরণের রঙ গুলো সবার জন্যই মানানসই হয়।
মেটালিক শেড
মেটালিক শেডগুলো আপনার চেহারায় গ্ল্যামারের স্পর্শ যুক্ত করার একটি দুর্দান্ত উপায়। এগুলো যেকোনো অনুষ্ঠানে আপনাকে ভিন্ন লুক এনে দেবে। শ্যাম বর্ণের ত্বকের জন্য, মেটালিক শেডের মধ্যে সোনালি, রূপালি এবং ব্রোঞ্জ বেছে নিতে পারেন।
গ্লসি শেডস
লিপস্টিকের গ্লসি শেডগুলো ঠোঁটে উজ্জ্বলতা এনে দেয়। এ ধরণের শেড তারুণ্যময় দেখাতে সহায়তা করতে পারে। জনপ্রিয় গ্লসি শেডগুলোর মধ্যে রয়েছে গোলাপি, লাল এবং বেরি।
ম্যাট শেডস
লিপস্টিকের ম্যাট শেডগুলো রাতের জমকালো অনুষ্ঠানের জন্য বেশ মানানসই। যারা শ্যাম বর্ণের অধিকারি তারা লাল বা বাদামী রঙের ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারেন।
সূত্র- বোল্ডস্কাই