অল্প বাজেটে স্টাইলিশ দেখানোর জন্য ছয় উপায়
অনেকেরই ধারণা ফ্যাশন মানেই ব্র্যান্ডেড পোশাক। দামি জামাকাপড় আপনি স্টাইল করতে পারবেন। নিজেকে স্মার্ট করে তুলতে পারবেন। যা কিনা পুরোপুরি ভুল ধারণা। স্টাইলের এই ভ্রান্ত ধারণা ভেঙে ফেলার সময় এসে গেছে! নিজেকে সুন্দর দেখাতে বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক কিনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করার প্রয়োজন নেই। বাজেটের মধ্য থেকেই নিজেকে করে তুলুন স্টাইলিশ। এখন কথা হল, কিভাবে সীমিত বাজেটের সাথেও একটি দুর্দান্ত স্টাইল প্রদর্শন করতে পারবেন? সে ব্যাপারে কিছু টিপস রয়েছে।
পুরাতন পোশাকের ব্যাপারে অবগত হন
শপিং করার আগে নিজের আলমারিতে একবার চোখ বুলিয়ে নিন। আলমারিটি নতুন করে গুছিয়ে নিন। এ সময় আপনি এমন অনেক পোশাক পাবেন যেগুলোর ব্যাপারে আপনি ভুলেই গেছেন। কিংবা একবার পড়ে রেখে দিয়েছেন। এতে করে আপনি এই পুরাতন পোশাকগুলো নতুন করে ব্যবহার করতে পারবেন। আপনাকে আর খরচ করে নতুন পোশাক কিনতে হবে না।
অফারের সময় শপিং করুন
আমরা একটি ডিজিটাইজড যুগে বাস করি। যেখানে মাত্র এক ক্লিকে কেনাকাটা করা যায়। আপনি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই প্রিয় পোশাকগুলোতে আশ্চর্যজনক ডিসকাউন্ট পেতে পারেন। আপনার নম্বর বা ইমেল লাইফস্টাইল স্টোরের সাথে নিবন্ধিত করে নিন। এতে করে দুর্দান্ত অফার বা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অফারের সময় শপিং করলে টাকা কম খরচ হবে।
যা নেই তা কিনুন
একই রকমের দুইটি পোশাক কিনতে যাবেন না। অনেকেই ভিন্ন রঙের একই পোশাক কিনে থাকেন। এটি কেবল অর্থের অপচয়। চেষ্টা করুন পোশাকে ভিন্নতা আনতে। একই স্টাইলের শার্ট বা টি-শার্ট কিনা থেকে বিরত থাকুন। আপনার আলমারিতে ভারতীয়, পাশ্চাত্য বা ফিউশন সব ধরণের পোশাক রাখুন। আপনার ফ্যাশন আপগ্রেড করুন।
রঙের ব্যবহার
অনেকেই একই রঙের পোশাক পড়ে থাকেন। বিশেষ করে, যারা কালো রঙ পছন্দ করেন। দেখা যায় তাদের সব পোশাকই কালো রঙের। এতে করে আপনি একই রকমের কাঠামোগত চেহারা পাবেন কেবল। পোশাকের রঙে ভিন্নতা আনুন। সাদা, অফ-হোয়াইট, বেইজ, বাদামী, ধূসর ইত্যাদির মতো অন্যান্য নিরপেক্ষ রঙগুলো বেছে নিতে পারেন। টাকা দিয়ে একই রঙের পোশাক কেনই বা কিনতে যাবেন!
লেয়ারিং করুন
লেয়ারিং পোশাকের সৌন্দর্য বাড়ানোর সবচেয়ে সহজ উপায়। আপনার আলমারিতে একটি কালো ব্লেজার জ্যাকেট, ডেনিম জ্যাকেট বা শ্রাগ রাখুন। এগুলো শার্ট বা টি-শার্ট দিয়ে পড়ুন। এতে এক ধরণের ভিন্নতা পাবেন। যার ফলে বার বার পোশাক না কিনে লেয়ারিং করেই আপনি পাবেন নানা ধরণের পোশাক।
আনুষাঙ্গিক
জুয়েলারি পোশাকের সৌন্দর্য বাড়িয়ে দেয়। তবে সময়ের সাথে সাথে এগুলো উজ্জ্বলতা হারাতে শুরু করে। রঙ নষ্ট হয়ে যায় অথবা পাথর পড়ে যায়। তাই নকল গহনা কিনে অর্থ ব্যায় করবেন না। বরং মূল্যবান বা আধা-মূল্যবান ধাতু বা পাথরের গহনাগুলো বেছে নিন। সোনা বা রূপার চেইন, সোনার কানের দুল, মুক্তার কানের দুল, চেইন ব্রেসলেট কালজয়ী গহনা হিসেবে বিবেচিত হয়। এ সব গহনা যেকোনো পোশাকের সাথে মানানসই। তাই অল্প কিছু জুয়ালারি দিয়েই আপনি ফ্যাশন করতে পারবেন। একটু সস্তা গহনাগুলোর আয়ু বাড়ানোর জন্য জিপ লক পাউচ বা গহনা বাক্সে সংরক্ষণ করুন।
সূত্র- বোল্ডস্কাই