একমাত্র সন্তানের সাফল্যের জন্য মেনে চলুন ৬ কৌশল
একমাত্র সন্তানকে লালন-পালন করা সহজ কাজ নয়। সেই ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখলে সন্তানকে বড় করে তোলার সফরটা মসৃণ হতে পারে। কী কী করবেন? জেনে নিন।
– বাবা-মা যখন একমাত্র সন্তানকে বড় করেন, তখন তাঁদের সমস্ত মনোযোগ শিশুকে ঘিরে থাকে। সেই প্রক্রিয়ায় তারা সন্তানের প্রতি এত বেশি মনোযোগ দিতে শুরু করেন যে, তাদের ছোট কোনো কাজ করারও সুযোগ দেন না। এই কাজ করলে সন্তানের উপর ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
– সন্তানকে স্বাধীন করে তুলতে হবে। এ জন্য তাকে তার নিজের কাজ বা নতুন কিছু করার উৎসাহ দেন। এতে সে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে শিখবে। তার চাহিদা পূরণের জন্য অন্যের উপর নির্ভর করবে না।
– অভিভাবকেরা একমাত্র সন্তানকে নিয়ে উচ্চ প্রত্যাশা তৈরি করেন। এমন পরিস্থিতি তৈরি হয় যে, ছোটখাটো ভুল করেও শিশু-মনে চাপ পড়ে এবং সে আত্মবিশ্বাস হারাতে থাকে। এটা করবেন না। মনে রাখকে হবে যে, শিশু কেবল ভুল থেকেই শেখে।
– শিশুর মানসিকতা বুঝে তার বয়স অনুযায়ী তার সঙ্গে আচরণ করুন। বাচ্চাদের একটাই ছোট স্বপ্ন থাকে যে, তাদের বাবা-মা যেন সব সময় তাদের নিয়ে খুশি থাকে। কিন্তু অভিভাবক যদি তাদের মধ্যে ত্রুটি খুঁজতে থাকেন, তবে তাদের মধ্যে আত্ম-বিদ্বেষের অনুভূতি তৈরি হতে শুরু করে। এই নেতিবাচক অনুভূতি সন্তান এবং অভিভাবকের মধ্যে সম্পর্ক উভয়ই নষ্ট করে দিতে পারে।
– কিছু অভিভাবক তাদের একমাত্র সন্তানকে এতটাই ভালবাসেন যে, তারা তার প্রতিটি ইচ্ছা পূরণ করেন। এই কাজ শিশুর ভবিষ্যৎ নষ্ট করতে পারে। এটির পরিবর্তে সন্তানকে সময় এবং পরিশ্রমের মূল্য বোঝান।
– অনেক সময় এমনও দেখা যায় যে, বাবা-মা তাদের ইচ্ছা একমাত্র সন্তানের উপর চাপিয়ে দিতে শুরু করেন। তারা সন্তানের মাধ্যমে তাদের সব ইচ্ছা পূরণ করতে চায়। এই লক্ষ্য অর্জনের প্রক্রিয়ায় তাদের সমস্ত স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এবং শিশুরা একা বোধ করতে শুরু করে।
সূত্র : নিউজ ১৮