পুজোয় চুলের উজ্জ্বলতা বাড়াতে শ্যাম্পুর সঙ্গে যা মেশাবেন
অনেকে চুলের উজ্জ্বলতা বাড়াতে পুজোর ক’টা দিন শ্যাম্পু করবেন নিশ্চয়ই। আর শ্যাম্পু বেশি করলেই চুল রুক্ষ হয়ে যায়। যদি পুজোতে তারকাদের মতো নরম ও মসৃণ চুল চান, তাহলে শুধু শ্যাম্পু করলে হবে না। প্রতিদিনের শ্যাম্পুর সঙ্গে এমন কয়েকটি উপাদান মিশিয়ে নিন, যাতে রুক্ষ চুল নরম ও জেল্লাদার হয়ে ওঠে।
শ্যাম্পুর সঙ্গে যেসব প্রাকৃতিক উপাদান মেশালে চুলের উজ্জ্বলতা বাড়বে
নারকেলের দুধ
নারকেলের দুধে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি ও ভিটামিন ই ইত্যাদি। একাধিক ভিটামিন ছাড়াও এতে রয়েছে সেলেনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাসের মতো একাধিক খনিজ। এই উপাদানগুলো চুল এবং চুলের গোড়া ভালো রাখতে ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে। শ্যাম্পুর সঙ্গে নারকেলের দুধ মিশিয়ে চুলে মাখলে চুল লম্বা ও স্বাস্থ্যকর হবে।
গোলাপজল
শ্যাম্পুতে এক কাপ গোলাপজল মিশিয়ে নিন। এতে তালুর শুষ্কভাব দূর হবে। তালুতে চুলকানি বা খুশকির সমস্যা হলে, তার থেকেও রেহাই পাবেন। চুলের জেল্লা ফিরবে।
চিনি
দূষণ, ঘাম ও তেল-ময়লা জমার কারণে চুল খুব তাড়াতাড়িই চিটচিটে হয়ে যায়। তাই নিয়মিত চুল পরিষ্কার করা জরুরি। এ জন্য সপ্তাহে অন্তত ২-৩ বার শ্যাম্পু করা জরুরি। আর এবার থেকে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে হলে এই শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করুন। এক চামচ চিনির সঙ্গে শ্যাম্পু মিশিয়ে মাখলে চুল ফিরে পাবে তার স্বাভাবিক উজ্জ্বলতা। চুলে খুশকির সমস্যা কমাতেও এই ঘরোয়া টোটকা কাজে লাগাতে পারেন।
বেকিং সোডা
যে শ্যাম্পু ব্যবহার করেন, তা কি প্যারাবেন আর সালফেট মুক্ত? এই ধরনের শ্যাম্পুতে ফেনা তেমন হয় না। তবুও যদি বাড়তি ফেনা পেতে চান, শ্যাম্পুতে মিশিয়ে নিন অল্প বেকিং সোডা। এতে একদিকে যেমন ফেনাও হবে, অন্যদিকে চুলও পরিষ্কার হবে।
এসেনশিয়াল অয়েল
টি ট্রি, ল্যাভেন্ডার, রোজমেরি বা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল বাড়িতে থাকলে মিশিয়ে নিন শ্যাম্পুতে। এতে খুশকির সমস্যা কমে যাবে।