সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে কী করবেন?
অনেক বাবা-মা তাদের সন্তানের প্রতিভা নিয়ে প্রতিনিয়ত চিন্তিত থাকেন। আত্মবিশ্বাসের অভাবে অনেক জায়গায় সন্তানরা তাদের প্রতিভা দেখাতে পারে না। কারণ তাদের মধ্যে একটি দ্বিধা কাজ করে। সবসময় আত্মবিশ্বাসের অভাবে ভোগেন তারা। আর এই বিষয়টা অভিভাবকদের বেশি কষ্ট দেয়, কারণ এই দ্বিধা-দ্বন্দ্বের কারণে সন্তানের মধ্যে সম্ভাবনা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসী সন্তানদের থেকে পিছিয়ে থাকে। আত্মবিশ্বাসী সন্তানরা জীবনের যেকোনো সমস্যায় সহজে খাপ খাওয়াতে পারে। এ ছাড়াও যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে তারা পিছ পা হয় না। চলুন, জেনে নেওয়া যাক সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে যেসব কাজ করবেন।
তাদের প্রচেষ্টার প্রশংসা করুন
আপনার সন্তানের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার ছোট প্রচেষ্টার প্রশংসা করা উচিত এবং তার প্রচেষ্টার জন্য প্রশংসা করা উচিত। এতে করে শিশু বুঝতে পারে যে সে একটি বিশেষ কাজ ভালোভাবে করতে পারে এবং তার আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়।
শিশুদের বিশ্বাস করুন
সন্তানের মধ্যে আত্মবিশ্বাস বিকাশের জন্য আপনাকে প্রথমে তার প্রতি আপনার আস্থা প্রকাশ করতে হবে। যাতে আপনার আস্থা তার প্রতিও আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে।
হারানোর ভয় দূর করুন
সন্তানের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার আপনাকে তার থেকে পরাজয়ের ভয় দূর করতে হবে। সন্তানকে সর্বদা শেখাতে হবে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সেই প্রতিযোগিতায় জয়ী হওয়ার প্রথম পদক্ষেপ মাত্র।
ভয় দূর করুন
সর্বদা আপনার সন্তানদের শেখান, অন্য মানুষ বা তাদের বন্ধুরা তাদের সম্পর্কে কী ভাবছে সেদিকে কখনই মনোযোগ দেওয়া উচিত নয়। এর পরিবর্তে তারা কী পছন্দ করে এবং তারা কী করতে চায়, তা তাদের মনে রাখা উচিত। এই ইতিবাচক বিষয়গুলো শিশুর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। সবশেষে শিশুর মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য, আপনার উচিত তাকে প্রতিটি প্রতিযোগিতামূলক কাজের জন্য উৎসাহিত করা, যা তাকে কিছু মানুষের সামনে তার প্রতিভা দেখানোর সুযোগ দেবে।
সূত্র : বোল্ডস্কাই