এসি রক্ষণাবেক্ষণ: দীর্ঘদিন ব্যবহারের উপযোগী রাখার জন্য গুরুত্বপূর্ণ টিপস
যেকোনো যন্ত্রাংশের ক্ষয় অনিবার্য। কিন্তু দীর্ঘদিন ধরে তা ব্যবহারের উপযোগী রাখার জন্য প্রয়োজন যথাযথ রক্ষণাবেক্ষণের। প্রতি বছর পাল্লা দিয়ে তাপমাত্রা বৃদ্ধির কারণে এয়ার কন্ডিশনার বা এসি এখন একটি গুরুত্বপূর্ণ গৃহস্থালি যন্ত্রে পরিণত হয়েছে। অন্যান্য যন্ত্রপাতির মত নতুন কিনে এসিটিও এক সময় অকেজো হয়ে যাবে এটাই স্বাভাবিক। কিন্তু নতুন থেকে নষ্ট হয়ে যাওয়ার মাঝের সময়টাকে আরেকটু বাড়িয়ে নিতেই প্রয়োজন যত্নের। নিয়ম মাফিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি কীভাবে ব্যবহার করা হলে দীর্ঘদিন ধরে কোন ঝামেলা ছাড়াই এসি ব্যবহার করা যাবে- তা নিয়েই এই ফিচার।
নিয়মিত এসি সার্ভিসিং-এর প্রয়োজনীয়তা
এসির কার্যক্ষমতার উন্নতি
সঠিক রক্ষণাবেক্ষণ ছাড়া এসির বার্ষিক কার্যক্ষমতা প্রায় পাঁচ শতাংশ লোপ পেতে পারে। নিয়মিত সার্ভিসিং এসি দ্রুত শীতল ও গরম করার ব্যবস্থা করে। পাশাপাশি এসি সঠিকভাবে কাজ করছে কিনা সেটাও নিশ্চিত করে।
বিদ্যুৎ খরচ সাশ্রয়
এসি অধিকাংশ ক্ষেত্রে অন্যান্য গৃহস্থালি যন্ত্রের তুলনায় বেশি বিদ্যুৎ ব্যবহার করে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এসির সামগ্রিক অবস্থা এমন হয় যে তা সাধারণ সময়ের তুলনায় আরও বেশি লোড টানে। নিয়মিত পর্যবেক্ষণ দীর্ঘ সময় এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করে। প্রকৃতপক্ষে সঠিক রক্ষণাবেক্ষণকৃত যন্ত্রাদি থেকে মাসিক বিদ্যুৎ বিলগুলিতে ২৫ শতাংশ পর্যন্ত সঞ্চয় করা যায়।
বাতাসের গুণগত মানোন্নয়ন
একটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা এয়ার কন্ডিশনার ইউনিট কার্যকরভাবে আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এবং সর্বাধিক শীতল করার মাধ্যমে বাড়ি বা অফিসকে আরও আরামদায়ক রাখে। নিয়মিত সার্ভিসিং-এর মাধ্যমে নিম্নমানের বাতাসের কারণে সৃষ্ট বেশিরভাগ স্বাস্থ্য সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যেতে পারে।
উত্তাপক ও বাতাস চলাচল ব্যবস্থার যন্ত্রাংশ রক্ষা
একটি এয়ার কন্ডিশনার প্রতিস্থাপন খুব ব্যয়বহুল। অন্যদিকে, নিয়মিতভাবে এসির সরঞ্জামের পরিচর্যা করলে এর আয়ু বাড়ে। ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক এক্সপার্টদের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে বেশিরভাগ এসি প্রতিস্থাপন এড়ানো যায়।
এছাড়াও, নির্ধারিত চেকআপ অপ্রত্যাশিত মেরামতের সম্ভাবনাকে কমিয়ে দেয়। এসি সার্ভিসিং-এর সময় টেকনিশিয়ানরা যেকোন জীর্ণ যন্ত্রপাতি এবং মেরামতের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে থাকে, যা পরিবর্তে আরও ক্ষতি প্রতিরোধ করতে সহায়তা করে।
এসি রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ টিপস
ভেন্ট এবং এসির আউটডোরের চারপাশ পরিষ্কার করা
পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রতিটি যন্ত্রের জন্যই প্রথম শর্ত। এসির বাইরের অংশটি যদি বাড়ির চারপাশে ছড়ানো ছিটানো ধ্বংসাবশেষ এবং অন্যান্য নোংরা-আবর্জনার সংস্পর্শে আসে, তবে তা এয়ার কন্ডিশনার সিস্টেমের কার্যক্ষমতাকে হ্রাস করবে।
নিয়ন্ত্রিত বায়ু বিতরণের জন্য বাড়ির ভেন্টগুলো পরিষ্কার রাখা দরকার। শুধু ভেন্ট ও আউডোরটা পরিষ্কারেই এসির কার্যক্ষমতা বেশ বেড়ে যায়।
এসির ফিল্টার পরিষ্কার করা
যেকোনো ধরনের এসি সমস্যার একটি সাধারণ কারণ হলো নোংরা ফিল্টার। এটি বায়ুপ্রবাহকে সীমাবদ্ধ করে, কার্যক্ষমতা হ্রাস করে এবং কার্যকরভাবে বাতাসকে ঠান্ডা করে না। এসি কেনার পর থেকেই ব্যবহারের সময় পর্যায়ক্রমে এই বিষয়টি পরীক্ষা করা আবশ্যক। এসি কত সময় ধরে ব্যবহার করা হচ্ছে তার ওপর নির্ভর করে ফিল্টারগুলো পর্যবেক্ষণ করতে হয়। এসি অনবরত চলতে থাকলে ফিল্টারগুলোর ঘন ঘন পরিবর্তন প্রয়োজন পড়ে।
উষ্ণতম সময়ে জানালায় পর্দাবৃত রাখা
দিনের সবচেয়ে বেশি উষ্ণ সময়ে সামান্য আলোও বাড়ির অভ্যন্তরীণ তাপমাত্রা অত্যধিক বৃদ্ধির কারণ হয়ে দাড়ায়। এই সময়ে ঘরের জানালাগুলো বন্ধ রেখে পর্দা টেনে দিয়ে ঘরকে দ্রুত উষ্ণ হওয়া থেকে রক্ষা করা যেতে পারে। এতে এসির বাতাসের ভারসাম্যতা দ্রুত ফিরে আসে।
সঠিকভাবে এসি রক্ষণাবেক্ষণ উল্লেখযোগ্যভাবে এর আয়ু বাড়াতে পারে। ঘন ঘন মেরামত ও জরুরি সার্ভিসিং এর মত অর্থের হয়রানি এড়াতে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই। প্রতি চার মাস অন্তর এসি পর্যবেক্ষণ ও চেক-আপের সাথে বছরে অন্তত দুইবার এসি সার্ভিসিং বাঞ্ছনীয়। চেক-আপের সময় এসির সঠিক ব্যবহার এবং সম্ভাব্য যেকোনো দুর্ঘটনার ব্যাপারে এক্সপার্টদের কাছ থেকে জেনে সতর্ক হওয়া যাবে। পরবর্তীতে তাদের নির্দেশিত পথে ব্যবহার করা হলে সার্ভিসিং-এর সময় সুবিধা হবে এবং অকস্মাৎ এসির যন্ত্রাংশ বা সম্পূর্ণ এসি বদলের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।