হিলের সঙ্গে পাল্লা দিতে যেসব জুতা পরবেন

ফ্যাশনের জন্য অনেকেই হাই হিল জুতা পরেন। কিন্তু হিলের কারণে ক্ষতি তো সকলেরই কমবেশি হয়ই। কেউ ব্যথার কথা স্বীকার করেন, কেউ করেন না। ‘হিল না পরলে সাজ ঠিক করে ফুটেই উঠবে না!’ তাই কি? কিন্তু ফ্যাশনদুনিয়ায় যে হিলের আর একচ্ছত্র দাপট নেই। ফ্যাশন র্যাম্প থেকে রেড কার্পেট পর্যন্তই তার দৌড়। কিন্তু সে সবের বাইরে এবার হিলের সঙ্গে পাল্লা দিতে হাজির হয়েছে আরও নানা ধরনের চটি জুতা।
ব্যালেরিনা ফ্ল্যাটস
হিলহীন নরম উপাদানে তৈরি করা এই ফ্ল্যাট জুতা ফ্যাশন-প্রেমীদের পছন্দের। পার্টি হোক বা সারা দিনের অফিস, এই জুতায় আরামও পাবেন, সাজেও নতুনত্ব আসবে।
প্ল্যাটফর্ম লোফার্স
এই ধরনের জুতা পরলে পা মাটি থেকে উঁচুতে থাকবে। জুতার সোল আনুভূমিক হওয়ার ফলে পায়ে ব্যথা হওয়ার ঝুঁকি নেই। এই জুতার সোলটিই খানিক মোটা হয়।
কিটেন হিলড মিউলস
হিলের হালকা ছোঁয়া। তবে তা একেবারেই নগণ্য। এই জুতা এক ধরনের স্টিলেটো হিল। উচ্চতা সাধারণত ৫ সেমিরও কম। হাই হিলের তুলনায় অনেক বেশি আরামদায়ক এই জুতা।
স্নিকার্স
ওয়ান পিস ড্রেস হোক বা শার্ট-জিন্স, শাড়ি হোক বা বিকিনি, স্নিকার্স সব ক্ষেত্রেই মানানসই। পেডিকিওর না করা থাকলে, নখে রং না মাখা থাকলেও স্নিকার্সের ভরসা করা যায়, আবার মানানসই সাজের জন্যও বিশেষ গুরুত্ব দেওয়া যেতে পারে স্নিকার্সকে।
কোলাপুরি
চামড়া দিয়ে হাতে বানানো কোলাপুরি চটির বহু দিনই ফ্যাশনের দুনিয়ায় কদর। ছিমছাম, অথচ ঐতিহ্যবাহী এই চটি কয়েক দিন হাঁটাহাঁটি করার পরে চমৎকার আরামদায়ক।
মেরি জেন
পুরনো দিনের কেডস জুতায় নতুনত্বের ছোঁয়া। চকচকে গা, চকচকে স্ট্র্যাপ। সাদামাটা স্ট্র্যাপের বদলে কখনও চুলে বাঁধা রিবনের গিঁট, কখনও আবার সাদা পাথর বসানো।