প্রথম প্রেম মনে করার দিন আজ

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। এ দিনটি এখন পরিচিত ‘প্রথম প্রেম দিবস’ হিসেবে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে সূচনা হওয়া এই দিবস ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। জীবনের প্রথম ভালো লাগার মানুষটির কথা স্মরণ করার এ এক ব্যতিক্রমী উপলক্ষ।
প্রথম প্রেম আসে খুব নিঃশব্দে, অজান্তেই। কখনো একটুখানি হাসি, কখনো লজ্জায় চোখ নামিয়ে রাখা, কিংবা হঠাৎই কারও সঙ্গ পাওয়ার আকুলতা সব মিলিয়ে এ অভিজ্ঞতা হয়ে ওঠে অনন্য। সেই মুহূর্তগুলো এক জীবনের জন্য ভোলার নয়। তাই তো নচিকেতা গেয়ে উঠেছিলেন, ‘হাজার কবিতা, বেকার সবই তা... সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।’
সাহিত্য-সংগীতেও প্রথম প্রেমের আবেদন চিরকালীন। কবি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি?’ কিংবা ‘এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি—এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়?’ সত্যিই, প্রথম প্রেমের নির্মলতা আর নিষ্পাপ অনুভূতি কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়।
তবে প্রথম প্রেম সবসময় কেবল আনন্দে ভরে ওঠে না। কখনও তা হয়ে ওঠে ঝড়ের মতো ভাঙন, বেদনা আর বিচ্ছেদের গল্প নিয়ে। কবি মহাদেব সাহার মতোই কেউ হয়তো ভাবতে পারেন, ‘তোমাকে ভুলতে চেয়ে আরও বেশি ভালোবেসে ফেলি/ তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরও কাছে টেনে নেই।’
আবার আহসান হাবীব লিখেছিলেন,‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে।” অর্থাৎ প্রথম প্রেমের বেদনা যেমন গভীর, তার শিক্ষা তেমনি আজীবনের। অনেকে প্রথম প্রেমের স্মৃতি যত্নে বুকে লালন করেন, আবার কেউ নতুন সম্পর্কে হারিয়ে ফেলেন অতীতের পাতায়।
এ কারণেই হয়তো হুমায়ুন আজাদ বলেছেন,‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’
প্রথম প্রেম আমাদের মনে শুধু একটি মানুষ নয়, বরং এক অনির্বচনীয় আবেগের ছাপ রেখে যায়। প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম গোপন কথোপকথন—এসব মিলিয়েই তৈরি হয় দুষ্টু-মিষ্টি মুহূর্তের ভাণ্ডার। সেটি সফল হোক বা না হোক, তার রেশ থেকে যায় বহু দূর অবধি।
আজকের এই বিশেষ দিনে ফিরে দেখা যেতে পারে সেই স্মৃতির ভুবনে। আর যদি সৌভাগ্যবশত এখনো জীবনের প্রথম ভালো লাগার মানুষটির সঙ্গেই একাকার হয়ে পথ চলা হয়, তবে এ দিনটিই হয়ে উঠতে পারে আরও সুন্দর, আরও বিশেষ।