ধাঁধা: বলতে পারবেন এই হাতির চারটি না পাঁচটি পা?
হাতির পায়ের রহস্য ও সমাধান
রজার নিউল্যান্ড শেপার্ডের তৈরি করা এই বিখ্যাত অপটিক্যাল ইলিউশনটি মূলত আমাদের মস্তিষ্ককে চ্যালেঞ্জ জানায়। প্রশ্নটি সহজ হলেও উত্তরটি দেওয়া কঠিন: হাতির ক'টি পা? চারটি নাকি পাঁচটি? নেটিজেনরা দু'ভাগে বিভক্ত হলেও, এই ছবির মূল লক্ষ্যই হলো দৃষ্টি বিভ্রম তৈরি করা। ছবিটি প্রথম দেখায় চারটি পা মনে হলেও, খুঁটিয়ে দেখলে পাঁচটির মতো দেখায়, যা এর ডিজাইনগত সাফল্যের প্রতীক। কিন্তু, এই ধাঁধার পেছনে লুকিয়ে আছে এক কৌশল।
কীভাবে তৈরি করা হয়েছে এই বিভ্রম?
হাতিটির পাগুলো এমনভাবে আঁকা হয়েছে যেখানে তার পায়ের নিচের দিকের অংশ এবং মাটি বা পৃষ্ঠতল এই দুয়ের মাঝের ফাঁকা জায়গাটিকেও পায়ের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ, প্রতিটি আসল পায়ের সাথে একটি করে অতিরিক্ত বা অস্বাভাবিক অঙ্গ যোগ করা হয়েছে, যা চারটি পায়ের জন্য পাঁচটি অতিরিক্ত অংশের মায়া সৃষ্টি করে। এই অতিরিক্ত অংশটি আসলে কোনো পা নয়, বরং আসল পায়ের একটি বিভ্রান্তিকর বিস্তার।
চূড়ান্ত উত্তরটি কী?
এই ধরনের অপটিক্যাল ইলিউশনকে "আনসোলেবল ফিগার" বা "অসম্ভব চিত্র" বলা হয়, কারণ বাস্তবে এমন কিছুর অস্তিত্ব থাকা সম্ভব নয়। তবে লজিক্যালি দেখলে, একটি হাতির চারটিই পা থাকে। এই ছবিটির মজা হলো, এটি আমাদের চোখে চারটি পা এবং পাঁচটি পা-এর মধ্যে এমনভাবে বিভ্রান্তি তৈরি করে যে, আমরা মস্তিষ্ককে পুরোপুরি বিশ্বাস করতে পারি না। তাই, এটি মূলত একটি চার পা-যুক্ত প্রাণীর ছবি, যা শিল্পী এমনভাবে এঁকেছেন যাতে দর্শককে পাঁচটি পায়ের বিভ্রমের মধ্যে ফেলে দেন।

ফিচার ডেস্ক