নোয়াখালী জেলা বিএনপিনেতা গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/20/bahar_noakhali.jpg)
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বাহার। ছবি : সংগৃহীত
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বাহার এই ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বারেক হাফেজবাড়ির বাসিন্দা।
আজ সোমবার দুপুরের দিকে তাকে কাবিলপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পার্শ্ববর্তী সোনাইমুড়ী থানার দুটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. আনোয়ার হোসেন বাহার। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।