আলিয়ার গায়ে ২ লাখ ৪৫ হাজার টাকার গোলাপি লেহেঙ্গা
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এখন আলোচনার কেন্দ্রে। রুপালি পর্দা আর স্টাইল সেন্স—দুটোতেই বেশ প্রশংসা জুটছে তাঁর।
বলিউড হাঙ্গামার খবর, সম্প্রতি মুক্তি পায় আলিয়া ভাট অভিনীত পিরিয়ড-ড্রামা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’, যেটি এরই মধ্যে বক্স অফিসে শতকোটির ক্লাবে প্রবেশ করেছে। সঞ্জয় লীলা বানসালির সঙ্গে এটি তাঁর প্রথম কাজ। সিনেমার পাশাপাশি বাণিজ্যিক প্রচারণায়ও এগিয়ে আছেন এ ডিভা।
আলিয়া ভাট কখনওই ফ্যাশন পুলিশদের হতাশ করেন না, হোক তা গাউন বা লেহেঙ্গা। শাড়িতেও অনবদ্য তিনি। সম্প্রতি সেলেব্রিটি স্টাইলিস্ট লক্ষ্মী লেহর ইনস্টাগ্রামে আলিয়া ভাটের ছবি আপলোড করেছেন। সেখানে এ নায়িকাকে গোলাপি লেহেঙ্গা পরা দেখা যাচ্ছে। এই পোশাকের দাম দুই লাখ ২২ হাজার রুপি, বাংলাদেশের মুদ্রায় যা দুই লাখ ৪৫ লাখ টাকার বেশি।
গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন বলিউড ডিভা আলিয়া ভাট। বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন।
আলিয়া ভাটকে আগামীতে ‘ডার্লিংস’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে।