হলিউড
ভূমিকম্প নিয়ে সেরা ১০ ছবি
প্রকৃতি নিয়ে সিনেমার দর্শক থেকে পরিচালক, কারোই আগ্রহের কমতি ছিল না কখনোই। যার ফলে সিনেমার গল্পের বিষয়বস্তু হিসেবে ভূমিকম্প, আগ্নেয়গিরি, ঘূর্ণিঝড় ইত্যাদি দুর্যোগ ফিরে এসেছে বারবার। ভূমিকম্প বরাবরই ছিল হলিউডের মূল আকর্ষণ। কখনো বিশাল বাজেটের অ্যাকশন ফিল্মে তো, কখনো মিউজিক্যাল ফিল্মে ভূমিকম্প এসেছে, এমনকি এই ভূকম্পন নিয়ে তৈরি হয়েছে টিভি মিনি-সিরিজও। আইএমডিবি অবলম্বনে হলিউডের ইতিহাসে ভূমিকম্পকেন্দ্রিক গল্পের এমনি কিছু সাড়াজাগানো সিনেমার কথা থাকছে এ আয়োজনে।
১০. সানফ্রান্সিসকো (১৯৩৬)
আধুনিক সিনেমার দর্শকের কাছে তুলনামূলকভাবে স্বল্প পরিচিত ‘উডি ভ্যান ডাইক’-এর এই সিনেমা ১৯৩৬ সালের বক্স-অফিসে সর্বাধিক আয় করে। ‘সানফ্রান্সিসকো’ গল্প বলে এক প্রেমিক যুগলের পরবর্তী সময়ে যাঁদের বিচ্ছেদের কারণ হয় ১৯০৬ সালে সানফ্রান্সিসকোর সেই ভয়াবহ ভূমিকম্প। পরিচালকের মুন্সিয়ানা, বার মালিকের চরিত্রে ক্লার্ক গেবল আর অপেরা গায়িকা চরিত্রে জিনেট ম্যাকডোনাল্ডের অনবদ্য অভিনয় ছবিটিকে এনে দেয় পাঁচটি একাডেমি অ্যাওয়ার্ড নমিনেশন।
৯. আর্থকোয়্যেক (১৯৭৪)
একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে লস অ্যাঞ্জেলেসে, যার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো শহর, যার সবকিছুই নিজ চোখে প্রত্যক্ষ করেন কয়েকজন মানুষ। এ ছবিতে অভিনয় করেন চার্লটন হেস্টন, আভা গার্ডনার, জর্জ কেনেডি, লোরেন গ্রিন। পরস্পর সম্পর্কিত কয়েকটি গল্পের সংকলনে সিনেমাটি নির্মাণ করেন ‘মার্ক রবসন’। ১৯৭৪ সালে মুক্তি পায় বেশ কয়েকটি ‘ডিজাস্টার ফিল্ম’, যার মধ্যে ‘আর্থকোয়্যেক’ ছিল সফলতম।
৮. স্যান আন্ড্রিয়াস (২০১৫)
‘নেপালের ভয়াবহ ভূমিকম্পের পরপরই মুক্তি পায় এই সিনেমা। ক্যালিফোর্নিয়ায় আঘাত হানে এক বিধ্বংসী ভূমিকম্প আর রেসকিউ পাইলটের ভূমিকায় অভিনয় করা ডোয়েইন জনসন আর তাঁর স্ত্রীর ভূমিকায় কার্লা গুজিনো বেরিয়ে পড়েন তাঁদের কন্যাকে উদ্ধারের মিশনে। ব্র্যাড পেইটনের পরিচালনা কার্লটন কুজের চিত্রনাট্যে ‘স্যান আন্ড্রিয়াস’ মুক্তির পরে অল্প দিনেই তুলে নেয় ৫৪ মিলিয়ন ডলার।
৭. ১০.৫ (২০০৪)
‘১০.৫’ মনে রাখার মতোই একটি টিভি মিনি সিরিজ, কারণ এর কাস্টিং ছিল মুগ্ধ করার মতো। যেখানে ছিলেন কিম ডিলানি, বিউ ব্রিজেস, ফ্রেড ওয়ার্ড, ক্যালে কুকু, জন স্নাইডারের মতো নামগুলো। ওয়াশিংটন আর ক্যালিফোর্নিয়ায় পরপর আঘাত হানে দুটি ভূমিকম্প। আর সামনে আরো বড় কিছু এগিয়ে আসে সানফ্রান্সিসকোর ভাগ্যে, প্রস্তুত হতে হবে তার জন্যও। আর এসব ঘিরেই আবর্তিত হয় সিনেমার কাহিনী। যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়া আর্থকোয়্যেক সেন্টারের বিজ্ঞানীরা সিনেমাটির ‘বৈজ্ঞানিক ভুল’ সংক্রান্ত বিষয়ে তীব্র সমালোচনা করে, পরবর্তীকালে এই মিনি সিরিজটি ভিজ্যুয়াল ইফেক্টের জন্য এমি নমিনেশন পায়।
৬. ২০১২ (২০০৯)
রোনাল্ড এমেরিখের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেন জন কুসাক, টেন্ডি নিউটন, শেইতেল এজিওফোর, আমান্দা পিট। পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক প্রবল ভূমিকম্প, যা নিশ্চিহ্ন করে দিতে পারে পুরো মানবজাতিকে। এদিকে একজন হতাশ লেখককে বাঁচাতে হবে তাঁর পুরো পরিবার। পারবেন তিনি? পারলে কীভাবে? জনপ্রিয় এই সিনেমাটির ঝুলিতে আছে চারটি পুরস্কার আর ২০টির মতো নমিনেশন।
৫. ১০.৫ : অ্যাপোক্যালিপস (২০০৬)
‘১০.৫’-এর এই সিক্যুয়েলেও উপস্থিতি ছিল পূর্ববর্তী অভিনেতা-অভিনেত্রীদের বিশাল অংশ। তার সঙ্গে যুক্ত হন ডিন কেইন ও ফ্র্যাংক ল্যাঙ্গেলা। সিনেমাটি চিত্রায়িত হয় ২০০৫ সালে মন্ট্রিলে। একটি ভূমিকম্পকে কেন্দ্র করে এই ছবির কাহিনী গড়িয়েছে। ওই অঞ্চলে শুরু হয় ভয়াবহ অগ্ন্যুৎপাত আর আঘাত হানে সুনামি। যদিও এই সিক্যুয়েলের ভিজ্যুয়াল ইফেক্ট পরে বাড়াবাড়ি হিসেবে আখ্যায়িত করেছেন অনেকেই।
৪. আর্থকোয়্যেক ইন নিউইয়র্ক (১৯৯৮)
‘১০.৫ অ্যাপোক্যালিপস’-এর মেলিসা সু অ্যান্ডারসন ছাড়াও এই সিনেমাতে অভিনয় করেন গ্রেগ এভিগান ও মাইকেল মরিয়ার্টি। নিউইয়র্ক সিটিতে আঘাত করে ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, যার ফলে শহরে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে একজন পুলিশ অফিসার (এভিগান) একই সঙ্গে খুঁজে বেড়ায় তাঁর পরিবার এবং একজন সিরিয়াল কিলারকে। ছবিটি পরিচালনা করেন টেরি ইনগ্রাম।
৩. মেগাফল্ট (২০০৯)
‘শার্কন্যাডো’-এর নির্মাতা প্রতিষ্ঠানের আরেকটি সৃষ্টি ‘মেগাফল্ট’। এই সিনেমাটি ২০০৯ সালে চিরবিদায় নেওয়া ব্রিটনি মারফির শেষ প্রজেক্ট ছিল, যেখানে তাকে দেখা যায় একজন সিসমোলজিস্টের ভূমিকায়, যিনি আবিষ্কার করেন যে ওয়েস্ট ভার্জিনিয়ার পর্বতের বিস্ফোরণ ডেকে আনছে একটি ভয়াবহ ভূমিকম্প। হাজার হাজার প্রাণ বাঁচানোর পরিকল্পনাটাও তো তারই করতে হবে। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।
২. দ্য ডে দি আর্থ মুভড (১৯৭৪)
মরুভূমির ছবি তুলতে গিয়ে কয়েকজন লোক বুঝতে পারেন যে একটি ভূমিকম্প আসন্ন। সমস্যা হলো তখনই, যখন কেউ তাদের কথা বিশ্বাস করল না। অথচ একটি ভয়াবহ ধ্বংসযজ্ঞ ধেয়ে আসছে। এতে অভিনয় করেছেন জ্যাকি কুপার ও স্টেলা স্টিভেন্স। ছবিটি পরিচালনা করেছিলেন রবার্ট মাইকের লিউইস।
১. আর্থকোয়্যেক (২০১৪)
একটি শ্বাসরুদ্ধকর ‘ডিজাস্টার অ্যাডভেঞ্জার’ ঘরানার এই ছবি বেশ আলোচিত। হিদার সৌসম্যান ও হেনরি ইয়ান কিউসিক আসন্ন ভূমিকম্প থেকে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের বাঁচাতে প্রতিযোগিতায় নামেন সময়ের সঙ্গে। ছবিটি পরিচালনা করেন ডেভিড গিডালি।