অবসর ভেঙে ফেরা নিয়ে যা বললেন আমির
সম্প্রতি অবসর ভেঙে ফের সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের ফেরা নিয়ে গুঞ্জন উঠেছে। তবে এই ব্যাপারে পাকিস্তানি তারকা স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্তে যাচ্ছেন না তিনি।
লম্বা সময় পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন আমির। যা থেকেই মূলত গুঞ্জনের সৃষ্টি হয়। কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লস্টারশায়ারে যোগ দিয়েছেন আমির। সেখানে গতকাল বৃহস্পতিবার এক ম্যাচ খেলেও ফেলেছেন পাকিস্তানি তারকা।
হ্যাম্পশায়ারের বিপক্ষে বল হাতে এক উইকেট তুলে নেন আমির। এরপরই প্রশ্ন ওঠে অবসর ভেঙে ফেরা নিয়ে। এরপর আমির বললেন, ‘টেস্টে ফেরা নিয়ে এখনই কথা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভবিষ্যতে কী হবে তা কেউ জানে না, সবকিছু পরিবর্তন হতে পারে। তবে এই মুহূর্তে আমি গ্লস্টারশায়ারের হয়ে খেলা উপভোগ করছি।’
২০১৯ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির। এরপরের বছর আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দেন তিনি। কারণ হিসেবে,টিম ম্যানেজম্যান্টের মানসিক নির্যাতনের বিষয়টি উল্লেখ করেন আমির। তখনকার বোলিং কোচ ওয়াকার ইউনিসের দিকেও আঙুল তোলেন তিনি।
এতদিন পর হঠাৎ করে আবার আমিরের ফেরার গুঞ্জন উঠেছে। তবে সত্যিই তিনি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন কি না সেটাই সময়ই বলে দেবে।