আবারও অবসরে মোহাম্মদ আমির!
মোহাম্মদ আমিরের উত্থানটা হয়েছিল স্বপ্নের মতো। ৩২ বছর বয়সী এই বামহাতি পেসার আজ থেকে ১৫ বছর আগে বল হাতে যা করে দেখিয়েছিলে, তা এখনও স্বপ্ন দেখেন অনেকে। কিন্তু, ২০১০ সালে ফিক্সিংয়ে জড়িয়ে নিজ হাতেই যেন কবর দেন ক্যারিয়ারের। দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরে সাফল্য পেয়েছেন। এর মধ্যে হুট করে একদিন বিদায় জানান।
২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন আমির। পরের বছর পুরো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দেন অবসরের ঘোষণা। সবাইকে অবাক করে চলতি বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলে ফেরেন আমির। এই বুঝি অভিমান ভাঙল—আমিরকে নিয়ে সবার প্রত্যাশা ছিল এমন।
কিন্তু, পাকিস্তানি ক্রিকেটার বলে কথা। দল যেমন চিরায়ত অনিশ্চিত, তেমনি ক্রিকেট সংশ্লিষ্টরাও। কয়েক মাসের মাথায় ফের অবসরের ঘোষণা দিলেন আমির। এবার তার সঙ্গে অবসরে গেলেন আরেক ক্রিকেটার ইমাদ ওয়াসিমও। ইমাদ প্রথমবার নিলেও, আমিরের এটি দ্বিতীয় অবসর।
নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অবসর প্রসঙ্গে শনিবার (১৪ ডিসেম্বর) আমির জানান, তার মতে এটিই অবসরের সঠিক সময়। সিদ্ধান্ত নিয়েছেন ভেবেচিন্তে। নতুন প্রজন্মের হাতে আগামীর পাকিস্তানের দায়িত্ব দিতে চান তিনি।
আমির বলেন, ‘সবকিছু বিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার মত কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অবসরের সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন। নিজ দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সবসময় সম্মানজনক। আমি মনে করি, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়া এবং পাকিস্তানের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’