এশিয়া কাপ বয়কট না করার কারণ জানাল পাকিস্তান
ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হওয়া বিতর্ক যেন থামছেই না। এশিয়া কাপের মঞ্চে দুই দলের সাম্প্রতিক ম্যাচটি ঘিরে হ্যান্ডশেক বিতর্ক, ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়া এবং রাজনৈতিক টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে। অবশেষে এই সংকট নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।
দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে নকভি জানান, ১৪ সেপ্টেম্বরের ম্যাচের পর পাকিস্তান শিবিরে একটি গভীর সংকট তৈরি হয়। ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না হওয়া এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনার জেরে আইসিসিকে আনুষ্ঠানিক তদন্তের অনুরোধ জানানো হলেও কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে পাইক্রফট পাকিস্তানি অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
নাকভি বলেন, ‘এই পরিস্থিতিতে পাকিস্তানের সামনে ম্যাচ বয়কটের সুযোগ ছিল। তাতে ক্রিকেটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো। বিষয়টি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং পরামর্শ দিয়েছেন। পিসিবি সবসময় ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখার পক্ষে। তাছাড়া, তিনি (পাইক্রফট) ক্ষমা চেয়েছেন, এটিই বড় ব্যাপার। এখানে আসলে ক্রিকেটেই জিতেছে।’
এবারের এশিয়া কাপ নিয়ে বিতর্ক বেশ আগে থেকেই। এমনকি অনিশ্চত ছিল টুর্নামেন্ট হওয়াটাও। সবকিছু ছাপিয়ে আসর মাঠে গড়ালেও বিতর্ক পিছু ছাড়েনি। শেষ মুহূর্তে পাইক্রফট ক্ষমা চাওয়ার নরম হয়েছে পিসিবি।

স্পোর্টস ডেস্ক