শেষ মুহূর্তের ধাক্কায় জয় হারাল আর্সেনাল
ইংলিশ প্রিমার লিগের চলতি মৌসুমে শিরোপার লড়াইয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল আর্সেনাল। কিন্তু টেবিলের শীর্ষে থাকা ক্লাবটিকে চমক দেখালো আট মৌসুম পর লিগে ফেরা সান্ডারল্যান্ড। মিকেল আর্তেতার দল জয়ের খুব কাছাকাছি গিয়েও পয়েন্ট ভাগাভাগি করে ফিরেছে শেষ মূহর্তের গোলে।
গতকাল শনিবার (৮ নভেম্বর) ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্ডারল্যান্ড। যোগ করা সময়ে গোল খেয়ে ম্যাচটি শেষ হয় সমতায়।
গতকাল রোমাঞ্চকর এই ম্যাচে প্রথমেই এগিয়ে যায় সান্ডারল্যান্ড। ৩৬তম মিনিটে নর্দি মুকিয়েলের হেড পাস থেকে বল পান ড্যানি ব্যালার্ড, এরপর ডান পায়ের জোরালো শটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
আরও পড়ুন: ৮৯৪ দিন পর ঘরে ফিরল বার্সেলোনা
এরপর বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। ৫৪ তম মিনিটে মিকেল মেরিনোর পাস থেকে আর্সেনালতে সমতায় ফেরান বুকায়ো সাকা। এরপর ৭৪ তম মিনিটে মার্তিন জুবিমেন্দির পাস থেকে লিয়ান্দ্রো ট্রোসার্ডের জোরালো শটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
শেষ মুহূর্তে দাভিদ রায়া দারুণ দুটি সেভ করলেও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বদলি খেলোয়াড় ব্রায়ান ব্রবি অ্যাক্রোবেটিক শটে বল জালে জড়ান। আর্সেনালের খেলোয়াররা ফাউলের দাবি করলে ভিএআর দেখে গোলটি নিশ্চিত করেন রেফারি। এতেই আরও একবার সমতায় ফেরে সান্ডারল্যান্ড।
আরও পড়ুন : ফিফার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে মনোনীত যারা
এরপর আর কোনো গোল না হলে খেলা শেষ হয় ২-২ সমতায়। পুরো ম্যাচে আর্সেনাল প্রায় ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৭ টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে। বিপরীতে সান্ডারল্যান্ড ৬টি শটের মাত্র দুটি শট লক্ষ্যে রাখে এবং দুটিই জালে জড়ায়।
এই ড্রয়ের ফলে ১১ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে সান্ডারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক