আমিরকে দলে ফেরাতে ফোন, উত্তরে কী এলো?
প্রায় তিন বছর আগেই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে নিজের সম্পর্কের ইতি টেনেছেন মোহাম্মদ আমির। দলের বিভিন্ন অনিয়মের কারণে রাগে অভিমানে নিজেই সরে দাঁড়ান ২০২০ সালে। কিন্তু সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর ফের আলোচনায় আমিরের নাম।
এমনকি পাকিস্তান ক্রিকেট দলের নতুন পরিচালক মোহাম্মদ হাফিজ ফোন করেছেন আমিরকে। তবে, উত্তরে যা জানা গেল তা আমিরের ভক্তদের জন্য বেদনাজনক। বোর্ডের এই পরিচালককে আমির জানিয়ে দিয়েছেন, তার জীবনের গুরুত্বের দিকগুলো পরিবর্তন হয়ে গেছে।
পরিচালকের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের কোচের ভূমিকায় থাকবেন হাফিজ। সফরের আগে সংবাদ সম্মেলনে আমিরের প্রসঙ্গ নিয়ে হাফিজ বলেছেন, ‘আমি নিজে মোহাম্মদ আমিরকে ফোন করেছি। আমিরকে বলেছি, তোমার অবসর ভেঙে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। যদি ভালো পারফর্ম করো, পাকিস্তান দলে সুযোগ পাবে। যখন পাকিস্তান দলে আসবে, আমি নিশ্চিত করছি, অন্যদের মতো তুমিও সমান সুযোগ পাবে। যদিও আমির বলেছে, বিষয়টি নিয়ে ও আর ভাবছে না, ওর জীবনের গুরুত্ব পরিবর্তন হয়ে গেছে, যেটাকে আমাদের সম্মান করতে হবে।’
আমিরের পাশাপাশি ইমাদ ওয়াসিমকেও ফোন করেছেন হাফিজ। কদিন আগে অবসর নেওয়া ইমাদের ব্যাপারে এই পরিচালক বলেছেন, ‘ইমাদ ওয়াসিমকে ফোন করেছি। ওকে বলেছি, আমার পাকিস্তান দলের পরিকল্পনায় ও আছে, ওর পাকিস্তান ক্রিকেটের সেবা করা উচিত। জানতে চেয়েছি পাকিস্তানের হয়ে খেলার জন্য ইমাদ প্রস্তুত কি না। ইমাদ বলেছিল, ও এই বিষয়ে ভেবে আমাকে জানবে। দুই দিন পর ইমাদ জানিয়েছে সিরিজে ওকে পাওয়া যাবে না। এর দুই দিন পর ইমাদ তো অবসরের ঘোষণাই দিয়ে দিল।’
পাকিস্তানের জার্সিতে না দেখা গেলেও বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে নিয়মিত মুখ আমির ও ইমাদ। দুজনের জন্যই চাহিদা আছে বিশ্বের বিভিন্ন দলগুলোর