জুয়াড়ি বলায় ভক্তের ওপর মেজাজ হারালেন আমির
ক্রিকেট মাঠে ফিরে দর্শকদের বিদ্রূপের শিকার হয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচে ‘ফিক্সার’ বলে বিদ্রূপ করা হয় এই অভিজ্ঞ পেসারকে। পরবর্তীতে মেজাজ হারিয়ে সেই দর্শকের সঙ্গে বিবাদে জড়াতেও দেখা গেছে আমিরকে।
ঘটনাটি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ম্যাচের। আমির খেলছিলেন কোয়েটার হয়ে। বাউন্ডারির লাইনের কাছে তিনি ফিল্ডিং করার সময় গ্যালারিতে থাকা এক দর্শক ‘ফিক্সার’ বলে চিৎকার করতে থাকেন।
আমিরের এই ঘটনার একটি ভিডিও বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ভক্ত বলছেন, ‘ফিক্সার, তোমার বাবা-মা কি তোমাকে এটাই শিখিয়েছেন?’ ভক্তের এমন অপমানজনক সম্বোধন শুনে ফের পেছনের দিকে তেড়ে আসেন আমির। এ সময় উত্যপ্ত বাক্য বিনিময় করেন তিনি।
২০১০ সালের ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে একটি টেস্ট ম্যাচে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন আমির। অভিযোগ আছে, ওই ম্যাচে ইচ্ছেকৃতভাবে ‘নো-বল’ করেছিলেন এই পাকিস্তানি পেসার। দলের অধিনায়ক সালমান বাটের নির্দেশনায় এই কাজ করেন তিনি। পরে অপরাধ প্রমাণিত হওয়ায় আমিরকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি।