শিমুলিয়া-কাওরাকান্দিতে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশায় বন্ধ থাকার সাড়ে পাঁচ ঘণ্টা পর মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ৩টার পর ফেরি পারাপার বন্ধ হয়।
চলাচল বন্ধ হওয়ায় মাঝ পদ্মায় নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে শতাধিক যানবাহন ও সাত শতাধিক যাত্রী নিয়ে নোঙর করে ছয়টি ফেরি। এগুলোতে থাকা ফগ লাইটও ঠিকমতো কাজ করছিল না।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, রাতে ঘন কুয়াশার কারণে নৌ চ্যানেলের মার্কিং বয়া দেখা যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ নেয়। তবে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ঘাট এলাকায় পরিষ্কার দেখা গেলেও ফেরিগুলো নৌ চ্যানেলে ঢুকলে ঘন কুয়াশায় সামনের দিকে কিছুই দেখা যাচ্ছিল না। আর ফগ লাইটগুলোও কাজ করছিল না। এমন অবস্থায় পারাপার বন্ধ রাখা হয়। তবে সকাল থেকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এদিকে ফেরি চলাচল চালু হওয়ার পরও শিমুলিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ ছোট-বড় বহু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে