মা ইলিশ রক্ষায় থাকবে দেড় হাজার পুলিশ
নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায় বলেছেন, মা ইলিশ রক্ষা অভিযানে নৌপুলিশের পক্ষ থেকে দেড় হাজার পুলিশ নদীতে মোতায়েন করা হবে। এ ছাড়া এবার সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিয়ে অভিযানে নামা হবে বলে জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার চর রাজরাজেশ্বর ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক সভা শেষে পংকজ চন্দ্র এসব কথা বলেন।
পংকজ চন্দ্র রায় বলেন, ‘নিষেধাজ্ঞাকালীন সব জেলার ট্রাস্কফোর্স কমিটি, মৎস্য মন্ত্রণালয় সবার সুষ্ঠু সমন্বয়ে আমরা এই মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে চাই। তবে, সবচেয়ে মূখ্য ভূমিকা পালন করতে হবে জনগণকে।’
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে মা ইলিশ রক্ষা কার্যক্রম। নৌ-পুলিশ অভায়শ্রম এলাকায় প্রচারণা শুরু করেছে। প্রচারণার অংশ হিসেবে রাজরাজেশ্বর ইউনিয়নে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে নৌপুলিশ।
চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ইন্টিলিজেন্স) ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া, চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, সদর সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরী, রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারি।